Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ! কোথায়, কখন, কীভাবে দেখবেন

Updated :  Thursday, June 10, 2021 1:27 PM

আজকেই হতে চলেছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। বৃহস্পতিবার ভারত এবং গোটা উত্তর গোলার্ধ থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। আমেরিকার মহাকাশ সংস্থা নাসার তরফ থেকে জানানো হয়েছে ভারত থেকেও চাক্ষুষ করা যাবে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ। তবে ভারতের সব জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে না এবং খুব কম সময়ের জন্য এই গ্রহণ স্থায়ী হবে ভারতে। বরং বছরের প্রথম সূর্যগ্রহণ দেখতে পাবেন রাশিয়া, গ্রীনল্যান্ড এবং কানাডার মানুষেরা।

তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাংশ, আলাস্কা, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অধিকাংশ অঞ্চল থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। ভারতের লাদাখ এবং অরুণাচল প্রদেশ থেকে দেখা মিলবে আংশিক বলয়ের। অরুণাচল প্রদেশের দিবাং অভয়ারণ্য অঞ্চল থেকে এই সূর্য গ্রহণের একটা অংশ দেখা যাবে। দুপুর ১টা ৪২ মিনিটে গ্রহণ শুরু হচ্ছে এবং এই গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা ৪১ পর্যন্ত। বিকেল ৪ টে ১৬ মিনিট সঠিক বলয় দেখা যাবে।

ভারতে এই সূর্যগ্রহণের সামান্য কিছু অংশ দেখা যাবে বিকেল ৫.৫২ (অরুণাচল প্রদেশ) এবং সন্ধ্যা ৬.১৫ (লাদাখ) থেকে। এছাড়াও, নাসার তরফ থেকে জানানো হয়েছে, এই সূর্যগ্রহণ পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করবে। এই কারণে এই সূর্য গ্রহণে রিং অফ ফায়ার অর্থাৎ সূর্যের অগ্নি বলয় দেখা সম্ভব হবে। nasa.gov/live থেকে এই সূর্যগ্রহণ আপনারা লাইভ দেখতে পাবেন।