Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IPL 2023: IPL-এ বিস্ময়কর রেকর্ড, মাত্র ১৩ বলে অর্ধশত রান করলেন যশস্বী জসওয়াল!

জীবনটা হয়তো অন্যভাবেও শুরু হতে পারতো ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জসওয়ালের। আর পাঁচটা ছেলের মত সোনার চামচ মুখে দিয়ে হয়ে উঠতে পারতেন বড়। তবে বিধাতা বোধ হয় ভাগ্য অন্যভাবে লিখেছিল।…

Avatar

জীবনটা হয়তো অন্যভাবেও শুরু হতে পারতো ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জসওয়ালের। আর পাঁচটা ছেলের মত সোনার চামচ মুখে দিয়ে হয়ে উঠতে পারতেন বড়। তবে বিধাতা বোধ হয় ভাগ্য অন্যভাবে লিখেছিল। যার ফলে সোনার চামচ মুখে দিয়ে না জন্মালেও পৃথিবীর সবচেয়ে বড় লিগ তথা ভারতীয় প্রিমিয়ার লিগে সোনালী ইতিহাস লিখলেন ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জসওয়াল। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত অর্ধশত রানের ইনিংস খেলেন তিনি।

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২২ গজের লড়াইয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রাজস্থানের বিপক্ষে একপ্রকার মুখ থুবড়ে পড়ে নীতিশ রানার নাইট বাহিনী। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আইয়ারের ৫৭ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে শাহরুখ খানের দল।
IPL 2023: IPL-এ বিস্ময়কর রেকর্ড, মাত্র ১৩ বলে অর্ধশত রান করলেন যশস্বী জসওয়াল!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে ১৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে আলাদাই খেলা দেখান রাজস্থান রয়্যালসের ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জসওয়াল। তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত অর্ধশত রানের পাশাপাশি অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন। তার এই অর্ধশত রানের মধ্যে তিনি ইনিংসের প্রথম ওভারে নীতীশ রানার বলে দুটি ছক্কা ও তিনটি চার সহ ২৬ রান সংগ্রহ করেন। এরপর দ্বিতীয় ওভারে হর্ষিত রানাকেও একটি করে ছক্কা ও চার মারেন তিনি। এরপর শার্দুল ঠাকুরের তৃতীয় ওভারে তিনটি চার মেরে ১৩ বলে ফিফটি পূর্ণ করে ইতিহাস গড়েন তিনি। উল্লেখ্য, তার এই বিধ্বংসী ইনিংসের সুবাদে আইপিএলে কে এল রাহুলের ১৪ বলে দ্রুততম অর্ধশত রানের রেকর্ড ভেঙে গেল।

About Author