এবারের বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের ছড়াছড়ি। একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন তারকা প্রার্থী। অনেকে আবার তার প্রিয় দলের হয়ে প্রচারে নামছেন। ঠিক সে রকম ভাবেই এবারে দেখা গেল যশ এবং নুসরাত কে। বাস্তবে তারা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হলেও রাজনৈতিক দিক থেকে কিন্তু দুজন সম্পূর্ণ দুই মেরুর। যশ ভারতীয় জনতা পার্টির সদস্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সদস্য হলেন নুসরাত জাহান।
দুজনই নিজেদের প্রিয় রাজনৈতিক দলের হয়ে প্রচারে নেমে পড়েছেন। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করছেন। রাজনৈতিক দিক থেকে আলাদা হলেও তাদের দুজনের প্রচার করার স্টাইল কিন্তু আবার এক রকম। একদিকে যশ গলায় একটি গেরুয়া রঙের স্কার্ফ জড়িয়ে প্রচার করতে যাচ্ছেন। সঙ্গে আছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জয়জয়কার অন্যদিকে আবার, তার প্রিয় দিদির জন্য প্রচারে নেমেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowটলিউডের এই দুই বন্ধু পরস্পর সংযুক্ত হয়ে গেলেন তাদের দুজনের প্রচার করার স্টাইলে। দেখা যাচ্ছে যশ এবং নুসরাত দুজনে একই ভাবে দুই প্রবীণ নাগরিক এর আশীর্বাদ এবং স্নেহ গ্রহণ করছেন। তার সঙ্গে ইনস্ট্রাগ্রামে আপলোড হয়েছে একটি ছবি। এর মাধ্যমেই তাদের দুইজনের প্রচারের স্টাইল আমরা লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে রয়েছে ক্যাপশন, ” দিদা ঠাকুমার ভালোবাসায় উচ্চসিত যশ এবং নুসরাত।”
বেশ কয়েকদিন হয়ে গেল নুসরাত জাহান টলিউডের বেশ চর্চিত একজন নায়িকা হয়ে উঠেছেন। দিন কয়েক আগে থেকে স্বামী নিখিল জৈন সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করল তার। সেই মুহূর্তে শোনা যায় যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাত জাহানের একটি সম্পর্কের কথা। যদি দুজন দুজনকে এখনো পর্যন্ত বন্ধু হিসেবে দাবি করেন। তবে এরা দুজন এখন কিন্তু একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।