Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nusrat-Yash: “আমি ও যশ খুব ভালো সময় কাটাচ্ছি”, ঈশান হওয়ার পর প্রথমবার জনসমক্ষে নুসরত মুখ খুললেন

মাত্র ১৩ দিন আগেই প্রথম সন্তানের জননী হয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। মা হওয়ার পর মাস কাটার আগেই বুধবার প্রথমবার প্রকাশ্যে এলেন নতুন মাম্মা। জনসমক্ষে হাজির হলেন অভিনেত্রী। বুধবার…

Avatar

By

মাত্র ১৩ দিন আগেই প্রথম সন্তানের জননী হয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। মা হওয়ার পর মাস কাটার আগেই বুধবার প্রথমবার প্রকাশ্যে এলেন নতুন মাম্মা। জনসমক্ষে হাজির হলেন অভিনেত্রী। বুধবার সন্ধ্যাবেলা অভিনেত্রী ধূসর রঙা ওয়ান শোল্ডার অ্যাসেমিট্রিক্যাল গাউনে ভবানীপুরের এক স্যালোঁ-র উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন নুসরত।

এদিন নুসরতের উপস্থিতির কথা জানতে পেরে তাঁকে একঝলক দেখার জন্য সেখানে ছিল উপচে পড়ছিল জনসাধারণের ভিড়। এই দিন সকলকে তাক লাগিয়ে চমকে নতুন মাম্মার চাবুক ফিগার। কে বলবে তিনি ১৩ দিন আগে তিনি এক সন্তান ভূমিষ্ট করেছেন। কারণ আজকের ছবি দেখে বোঝা গেল তাঁর এতটুকুও বেবি ফ্যাট জন্মায়নি। নুসরতের চেহারা দেখে এদিন স্পষ্ট বোঝা গেল।  একদিকে
ছেলেকে সামলাচ্ছেন পাশাপাশি নিজের পেশাদার কমিটমেন্ট বজায় রাখছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রী সাংবাদিক সম্মেলনেভবললেন, ‘২৬ শে অগস্টের আগে এবং পরে আমার জীবনের ইতিহাস, ভূগোল সবটাই পালটে গিয়েছে… আমি খুব ভালো একটা সময় কাটাচ্ছি, এটা নতুন একটা জীবন বলতে পারেন’। জনপ্রতিনিধি হিসাবেও নিজের দায়িত্বে সম্পর্কে কথা বললেন তিনি৷এ ইদিন প্রেস কনফারেন্সে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে সিনেমাতে কামব্যাক না করলেও টুকটাক কাজ করবেন পাশাপাশি সাংসদের ভূমিকা পালন করবেন। নুসরত স্পষ্ট জানান, ‘আমার নিজের প্রতি, পরিবারে প্রতি এবং আমার মানুষজনের প্রতি (সংসদীয় এলাকার) দায়িত্ব রয়েছে, তাই আমাকে তো কাজে ফিরতেই হবে’। পাশাপাশি তিনি আরো বলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার জেরে তিনি সাংসদের বাদল অধিবেশনে আমি যোগ দিতে পারেননি, তবে তিনি শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি অবশ্যই যাবেন।

নুসরতকে ঈশানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রাখা হয়। তবে সাংবাদিকদের এই কঠিন প্রশ্নে বোল্ড আউট না হয়ে বরং হাসিমুখে জবাব দিলেন নুসরত। ইশানকে পেয়ে নিজের জীবনের অভিজ্ঞতার কথাও বললেন৷
তিনি বললেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমারা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। এরপরেই বললেন, “আমি ও যশ খুব ভালো সময় কাটাচ্ছি।” যদিও এখনও পর্যন্ত সন্তানের পিতৃপরিচয় খোলসা করেননি অভিনেত্রী। পিতৃপরিচয় ছাড়াই নিজের পরিচয়ে সন্তান ঈশানকে বড় করতে চান এই তারকা সাংসদ। তবে সাংবাদিকের কাছে নুসরতের এই বক্তব্যে পরোক্ষভাবে অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে তাঁর সন্তানের পিতৃ পরিচয়।

সন্তানের বাবা-র সঙ্গেই ঈশানের দেখভালের দায়িত্ব পালনের কথার পরের লাইনেই যশের নাম নেন নুসরত। সন্তানের জন্মের আগে ও পরেও ঈশানের পিতৃপরিচয় নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। কিন্তু এসব কিছুর কাছে হার মানেননি নতি টলিউডের এই সাহসী অভিনেত্রী। বরং ট্রোলের তোয়াক্কা না করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করে তাঁর দৃঢ় পদক্ষেপ বুঝিয়ে দিয়েছেন ‘নতুন মা’ নুসরত। কিছুদিন আগেই তিনি একটি ছবি পোস্ট করে ‘ড্যাডি’ শব্দটি উল্লেখ করেছিলেন

About Author