টেক বার্তা

মাত্র ২৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে Yamaha R15, সুযোগ হাতছাড়া করবেন না

যদি গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে Yamaha R15 বাইকে 155 CC-এর সিঙ্গল সিলেন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি।

Advertisement

Advertisement

আজকের দিনে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের ছেলে কিংবা মেয়ের প্রথম পছন্দের তালিকায় রয়েছে ভারতের বাজারে উপলব্ধ স্পোর্টস বাইক গুলো। তবে দাম সাধ্যের মধ্যে না থাকার কারণে সেই বাইক কেনার স্বপ্ন সবার সত্যি হয় না। আর এদিকে Yamaha তরুণ প্রজন্মের সেই সমস্ত বাইক প্রেমীদের স্বপ্ন পূরণ করতে বাজারে নিয়ে এসেছে Yamaha R15। যা ইতিমধ্যে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এর একাধিক ফির্চাস এবং দামের জন্য। চলুন জেনে নেওয়া যাক, কি কি বৈশিষ্ট্যের সাথে ভারতের বাজারে উপলব্ধ রয়েছে এই গাড়িটি-

Advertisement

প্রথমে যদি গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে Yamaha R15 বাইকে 155 CC-এর সিঙ্গল সিলেন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 5 স্পিড গিয়ার বক্স দ্বারা নিয়ন্ত্রিত হয় । আপনাদের জানিয়ে রাখি, Yamaha R15 গাড়িটির ইঞ্জিন 18.4 ps-এর প্যাভার এবং 14.2 nm পিক টর্ক জেনারেট করতে পারে। পাশাপাশি গাড়িটির দুই চাকায় ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। তার সাথে ডুয়াল চ্যানেলের বিপরীত লক নাইট ব্রেকিং সিস্টেম যোগ করেছে Yamaha।

Advertisement

এছাড়া যদি মাইলেজের কথা বলি, তবে বাইকটি প্রতি লিটার তেলে 40 কিলোমিটার পর্যন্ত দুরত্ব অতিক্রম করতে পারে। তবে স্বপ্নের এই বাইকটি ক্রয় করতে হলে আপনাকে প্রায় 2 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হবে। কিন্তু আজ আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনি মাত্র কয়েক হাজার টাকা খরচ করে স্বপ্নের বাইক ক্রয় করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক অফার গুলি-

Advertisement

Yamaha R15 2013: ২০১৩ সালের একটি বাইক বর্তমানে Quikr ওয়েবসাইটে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। অত্যন্ত ভালো কন্ডিশনে থাকা গাড়িটি এখনও পর্যন্ত ৪০,০০০ কিলোমিটার পথ চলেছে। গাড়িটির জন্য এর মালিক ২৮ হাজার টাকা দাম চেয়েছেন।

Yamaha R15 2010: এই তালিকায় ২০১০ সালের আরও একটি Yamaha R15 বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। গাড়ির মালিক জানিয়েছেন, মাত্র ১৬,০০০ কিলোমিটার পথ চলা এই বাইকটি তিনি ৩০,০০০ টাকায় বিক্রি করবেন।

Recent Posts