Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সংসারের সুখ আনতে পুজো করুন লক্ষ্মী গণেশের

শ্রেয়া চ্যাটার্জি - সংসারের সুখ স্বাচ্ছন্দ ফিরিয়ে আনতে পুজো করুন লক্ষ্মী, গণেশের। এর ফলে আপনার সংসারে অর্থের আর কোন অভাব থাকবে না। লক্ষ্মীর ভান্ডার সদা পূর্ণ থাকবে। ধনরত্নের দেবী হলেন…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – সংসারের সুখ স্বাচ্ছন্দ ফিরিয়ে আনতে পুজো করুন লক্ষ্মী, গণেশের। এর ফলে আপনার সংসারে অর্থের আর কোন অভাব থাকবে না। লক্ষ্মীর ভান্ডার সদা পূর্ণ থাকবে। ধনরত্নের দেবী হলেন লক্ষ্মী। তাকে ভক্তি ভরে ডাকলে, তিনি কখনো তার ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করা থেকে বঞ্চিত করেন না। তবে আর্থিক সুখ-স্বাচ্ছন্দ ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র মা লক্ষ্মী নয়, তার সঙ্গে গণপতিকেও পুজো করা প্রয়োজন।

বুধবার সাধারণত গণেশকে পুজো করার দিন। বৃহস্পতিবার পূজিত হন লক্ষ্মী ঠাকুর। নিয়ম নিষ্ঠা করে হিন্দু ঘরে বৃহস্পতিবার আরাধনা হয় লক্ষ্মী ঠাকুরের। একটাই আশায়, সংসারে কোনদিন যেন অভাব-অনটন না আসে। বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর সাথেসাথে নিয়ম করে লক্ষ্মীর পাঁচালী পড়তে হয়। এদিকে গণেশের ও আরেক নাম সিদ্ধিদাতা গণেশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পয়লা বৈশাখে অনেকে সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকেন। বিশেষত যারা ব্যবসায়ী, তারা তাদের ব্যবসা পত্তর ঠিকঠাক ভাবে চলবে কিনা বা কোন অর্থনৈতিকভাবে অনটনের সম্মুখীন যেন তাদের না হতে হয়, সেই জন্য বছরের শুরুতেই পুজো করেন সিদ্ধিদাতা গণেশের।

About Author