জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ লক্ষ ছাড়িয়ে গেছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৪ হাজার ৭৮৭ জন। ভারতে দ্রুত সংক্রমণ বাড়ছে। ভারত এখন ইতালিকে ছাপিয়ে গেছে। করোনা আক্রান্তের পরিসংখ্যানের নিরিখে ভারতের স্থান এখন ষষ্ঠতে।,বিশ্বের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকাতে। সেখানে মোট আক্রান্তের সংখ্যায় ১৯ লক্ষ ছাড়িয়ে গেছে। ব্রাজিলেও দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। এদিকে যেখানে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা আর বাড়েনি বলে জানিয়েছে চীনের স্বাস্থমন্ত্রক।
বিশ্বের মধ্যে করোনার জন্য কোন কোন দেশগুলির অবস্থা সবচেয়ে খারাপ, রইল সেই তালিকা –
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদেশ আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা
১) আমেরিকা – ১৮.৯৭ লক্ষ ১,০৯,১৩২ জন
২) ব্রাজিল ৬.১৪ লক্ষ ৩৪,০২১ জন
৩) রাশিয়া ৪.৪৯ লক্ষ ৫,৫২০ জন
৪) ব্রিটেন ২.৮৪ লক্ষ ৪০,৩৪৪ জন
৫) স্পেন ২.৪০ লক্ষ ২৭,১১৪ জন
৬) ভারত ২.৩৬ লক্ষ ৬,৬৪৯ জন
৭) ইতালি ২.৩৪ লক্ষ ৩৩,৭৭৪ জন
৮) ফ্রান্স ১.৯০ লক্ষ ২৯,১১৪ জন
৯) পেরু ১.৮৭ লক্ষ ৫,১৬২ জন
১০) জার্মানি ১.৮৪ লক্ষ ৮, ৬৫৮ জন
১১) তুর্কি ১.৬৮ লক্ষ ৪,৬৪৮ জন
১২) ইরান ১.৬৭ লক্ষ ৮,১৩৪ জন
১৩) চিলি ১.২২ লক্ষ ১,৪৪৮ জন
১৪) মেক্সিকো ১.১০ লক্ষ ১৩,১৭০ জন
১৫) কানাডা ০.৯৫ লক্ষ ৭,৭৭৮ জন