খেলা

এমন হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শক্তিশালী প্লেয়িং-১১, জানিয়ে দিলেন রোহিত-দ্রাবিড়

দলের তরফ থেকে জানানো হয়েছে, ভারত নিজেদের বর্তমান প্লেয়িং একাদশ নিয়ে মোটের উপর দুর্দান্ত পারফরম্যান্স করছে।

Advertisement

Advertisement

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চলমানরত বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মাঠে নামবে টিম ইন্ডিয়া। শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পূর্বে শেষ মুহূর্ত চলছে চরম প্রস্তুতি। নিবন্ধের প্রথমে আমরা আপনাদের বলে রাখি, দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপের আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিমধ্যে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। ফলে, স্বাভাবিকভাবেই ম্যাচ শুরু হওয়ার পূর্বে সমীকরণে বেশ কিছুটা এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল।

Advertisement

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পূর্বে ভারতের প্লেয়িং একাদশ কেমন হবে তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। হার্দিক পান্ডিয়ার অবর্তমানে ভারতের সেরা একাদশে কে জায়গা পাবে, সেটিও আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তবে বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার পূর্বে এই প্রসঙ্গটি স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

Advertisement

এদিন দলের তরফ থেকে জানানো হয়েছে, ভারত নিজেদের বর্তমান প্লেয়িং একাদশ নিয়ে মোটের উপর দুর্দান্ত পারফরম্যান্স করছে। দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে যথেষ্ট ভালো প্রদর্শন করেছে ভারতের এই একাদশ। ফলে, নিউজিল্যান্ডের বিপক্ষে সেই একাদশ পরিবর্তন করার কোন প্রশ্নই নেই। বিগত দিনের শক্তিশালী একাদশ নিয়েই ভারত আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে মাঠে নামবে।

Advertisement

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, সূর্য কুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ।