কম বিনিয়োগে বড় রিটার্ন টাকা পেতে কে না চায়। সকলেই চায় স্বল্প বিনিয়োগে মোটা অঙ্কের টাকা ফেরত পেতে। আর সেই আশাতেই বিভিন্ন বিমা কোম্পানিগুলির বিভিন্ন রকম বিমা পরিকল্পনায় বিনিয়োগ করে থাকে সাধারণ মানুষ। আর তেমনই এক প্ল্যান নিয়ে এল খ্যাতনামা বিমা সংস্থা লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া তথা এলআইসি। যার মাধ্যমে খুব অল্প পরিমানে বিনিয়োগ করেই গ্রাহকেরা পেয়ে যেতে পারেন এক বিশাল পরিমান অর্থ।
আর দুবছর ধরে করোনা মহামারীর আতঙ্কে বিমা বা ইনসিওরেন্সের গুরুত্ব এখন সাধারণ মানুষই বুঝেছেন। তাই এখন আর কেউই এই বিমাকে ‘বাজে খরচ’ বলে মনে করেন না। কারণ করোনার ভয়াবহতা যত বেড়েছে, ততই সাধারণ মানুষের কাছে এই বিমার গুরুত্বও তত বুঝেছেন।আর এলআইসিকে বিনিয়োগের ভালো মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকরোনা মহামারীর তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। আর ভারতীয় জীবন বীমা কর্পোরেশন নাগরিকদের জন্য নতুন নতুন স্কিম নিয়ে এসেছে এলআইসি। আর যাতে বীমার পাশাপাশি তহবিল সুবিধা পাওয়া যায় তার দিকে লক্ষ রাখা হয়েছে। কি আছে এই প্ল্যানে? একনজরে জানা যাক। এই যোজনাতে আপনি দৈনিক মাত্র ২৬০ টাকার বিনিময় করলে পেয়ে যাবেন সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত ফেরত। আর এই প্রকল্পের ক্ষেত্রে আপনি আয়কর ছাড়ও পেতে পারেন।
এলআইসি-র এই নতুন প্ল্যানে গ্রাহকরা ১৬, ২১ এবং ২৫ বছরের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন। আর প্রিমিয়াম ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক চারটি ভিত্তিতে দেওয়ার সুবিধা থাকছে। আর প্রিমিয়াম প্রদানের সময়কাল হল ১০, ১৫ এবং ১৬ বছর। তবে বিনিয়োগকারীর বয়স হতে হবে ৮ থেকে ৫৯ বছরের মধ্যে। এর ওপরে কোনও গ্রাহক এলআইসি-র এই পলিসি-তে আর কোনো নতুন বিনিয়োগ করতে পারবেন না। এই প্ল্যানে বিনিয়োগের ন্যূনতম বয়স ৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৫৯ বছর।
যদি একজন বিনিয়োগকারী এলআইসির জীবন লাভ পলিসি কিনে নেন আর ২০ বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করেন এবং টানা ১৬ বছর ধরে প্রতিদিন ২৫১.৭ টাকা দেন, তাহলে ২৫ বছর পর ম্যাচিউরিটির সময়ে সেই বিনিয়োগকারী ২০ লক্ষ টাকা পাবেন৷ এটি এমন একটি নীতি যাতে খুব অল্প পরিমাণেও বিনিয়োগ করতে পারবে বিনিয়োগকারীরা।