আসতে চলেছে শীত, জানাল আবহাওয়া দফতর

Advertisement

Advertisement

ঘূর্ণিঝড় বুলবুল যাওয়ার পরই রাজ্যজুড়ে শীতল উত্তরা বাতাস বইছে। তারই মাঝে রাজ্যবাসীরাও উপভোগ করছে শীতের আমেজ। রাজ্যে শীতের পরিমান খানিকটা বাড়ল। আজ কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রী কম। বেশ কয়েকদিন ধরেই রাতে ঠান্ডা আবহাওয়া থাকলেও দিনের বেলা শীতল আবহাওয়া বিরাজমান থাকত না। আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহের শেষের দিকে আরও কমবে তাপমাত্রা।

Advertisement

আজ সকাল থেকে শীতের আমেজ নিচ্ছে কলকাতা সহ সম্পূর্ণ দক্ষিনবঙ্গ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এডং সর্বনিম্ন ১৮ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। ঝাড়গ্রাম, পুরুলিয়ায় তাপমাত্রা ১৪ ডিগ্রি। মূলত শীতল বাতাস বইছে রাজ্যে তাই শীত আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। শুক্রবার থেকেই আকাশ কুয়াশাপূর্ন হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement

Recent Posts