লক ডাউন আরও দীর্ঘায়িত হবে কিনা বা ৩রা মে লক ডাউন উঠবে কিনা সে বিষয়ে বৈঠকে বসতে চলেছে মন্ত্রীরা। সূত্রের খবর, লক ডাউনের ফলে দেশের অর্থনীতিতে প্রবল ধস দেখা দিয়েছে। অর্থনীতির এই বেহাল দশার ফলে লক আর বাড়বে না বলে জানা গিয়েছে। দেশে অর্থনীতিকে চাঙা করতে চায় সরকার। আর তার ফলেই পুনরায় খুলতে পারে অফিস।
সূত্র বলছে, লক ডাউন উঠলেও সামাজিক দুরত্ব বজায় রেখেই সর্বক্ষেত্রে কাজকর্ম চালিয়ে যেতে হবে। মাস্ক পরতে হবে। জানা গিয়েছে, এদিন মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক হবে। তবে লক ডাউন শিথিল হলেও সাবধান থাকতে হবে জনসাধারণকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
খবর, এইসময় সমস্ত রকম ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। তারফলে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় থাকবে। একইরকম ভাবে সমস্ত অফিসেও কাজ চলবে। যেসমস্ত এলাকা গ্রিন জোনে রয়েছে অর্থাৎ সংক্রমণের সংখ্যা নেই সেখানেই লক ডাউন শিথিল হতে পারে। তবে রেড জোন ও হটস্পট চিহ্নিত এলাকায় নজরদারি চলবে, এমনটাই সূত্রের খবর।