Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাসপাতাল থেকে বাড়ি ফিরে কাকে সারা জীবন মনে রাখার কথা বললেন সৌরভ?

কলকাতা: হাসপাতাল থেকে আজ, শুক্রবার (Friday) সকালেই ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হাসপাতালের বাইরে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। তবে বাড়ি ফিরেই…

Avatar

কলকাতা: হাসপাতাল থেকে আজ, শুক্রবার (Friday) সকালেই ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হাসপাতালের বাইরে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। তবে বাড়ি ফিরেই তিনি সবার আগে তাঁর ছোটোবেলার বন্ধু জয়দীপকে ধন্যবাদ জানালেন।

হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরে সৌরভ বলেন, “আমরা জীবন বাঁচানোর জন্য হাসপাতালে আসি। এটা যে কত বড় সত্যি, সেটা আজ প্রমাণিত হয়ে গেল। আমাকে দেখভাল করার জন্য উডল্যান্ডস হাসপাতালের প্রত্যেক চিকিৎসককে আমি ধন্যবাদ জানাতে চাই। এখন আমি একেবারে সুস্থ। আশা করছি, খুব তাড়াতাড়ি কাজে ফিরতে পারব।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সৌরভ আজ ইনস্টাগ্রামে একটা ইমোশনাল পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “জয়দীপ আমি তোমাকে ৪০ বছর ধরে চিনি। আজ তুমি আমার পরিবারের থেকে কম কিছু নও। গত পাঁচদিন ধরে তুমি আমার জন্য যা করলে, সেটা আমি সারাজীবন মনে রাখব।”

https://www.instagram.com/p/CJu46swl_Vb/?igshid=mou6myt1ddbj

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আপাতত চিকিৎসকদের কড়া নজরে থাকতে হবে সৌরভকে। সৌরভের শরীর কেমন থাকে, তার উপরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। হাসপাতালের CEO তথা MD চিকিৎসক রূপালি বসু বললেন, দাদার শরীর কেমন থাকে সেটা ২৪ ঘণ্টাই মনিটর করা হবে। ২-৩ সপ্তাহ পর সৌরভের পরবর্তী শারীরিক পরীক্ষা করা হবে।

গতকালই সৌরভকে ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু, সৌরভের ইচ্ছাতেই তাঁকে আরও একটা দিন হাসপাতালে রাখা হয়। কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসা চলছিল ৪৮ বছর বয়সি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। গত শনিবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। তৎক্ষনাৎ তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

ইতিপূর্বে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বলেছিলেন, “সৌরভ যথেষ্ট ফিট। এখন থেকে বাকি আর পাঁচজনের মতো তিনিও জীবনযাপন করতে পারবেন। যেমনটা আগে ছিলেন। তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতেই পারে।”

About Author