Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পশ্চিমবঙ্গে কিষান সম্মান নিধি চালু হলো না কেন? কৃষক তৎপরতায় মমতাকে কটাক্ষ দিলীপের

Updated :  Friday, December 4, 2020 11:44 PM

দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে এদিন কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পাশে থাকার আশ্বাস দিলেন। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানানো শুরু করেছে তামাম বিরোধী দলগুলি। পিছনে নেই বর্তমানে বাংলার প্রধান বিরোধী দল বিজেপিও। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বললেন,”বাংলায় কেন কিষান সম্মান নিধি যোজনা চালু হয়নি? সারা ভারতে কৃষকরা বিশেষ সম্মান নিধি পেলেন। কিন্তু বাংলায় কোন কৃষকের কপালে জুটল না। তারপরে ও বলতে হবে কৃষকরা কার পক্ষে?”

বিজেপি রাজ্য সভাপতি আরও দাবি করেছেন, মমতা ব্যানার্জি কেন আগে সাওয়াল করলেন না? তিনি বলেছেন,”আমরা বলছি আগে নামেননি কেন? কৃষকরা নামল তারপর নামছেন! কৃষকদের সুরক্ষায় যে আইন পাস হয়েছে, তার পক্ষে মিছিল হয়েছে। কিন্তু মমতার পক্ষে কেন মিছিল হল না? সারা ভারতে কৃষকরা সম্মান নিধি পেলেন। কিন্তু বাংলায় একজন কৃষকের কাছেও এই সম্মান পৌঁছায়নি। তারপরেও এটা কি বলে দিতে হবে কৃষকরা কার পক্ষে?”

এদিন দিল্লির সন্নিকটে সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়াতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেখান থেকে তিনি কৃষকদের সাথে কথা বললেন প্রায় ৪ ঘন্টা ধরে। তারপর ডেরেকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক আন্দোলনের নেতার সাথে কথা বলেন। কৃষক আন্দোলনের নেতা পরমজিত সিং মমতা বন্দ্যোপাধ্যায় কে বোন বলেও সম্বোধন করেছেন।

মমতা ফোনে বার্তা দিয়েছেন,” কৃষক ভাই-বোনদের ধন্যবাদ জানাচ্ছি। আমিও আন্দোলন করেছি। সবচেয়ে বেশি দিন অনশন করেছিলাম। এটা গোটা দেশের আন্দোলন। বাংলা থেকে আপনারা সমস্ত সাহায্য পাবেন। আপনারা আন্দোলন জারি রাখুন।”