Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কোথায় আছেন রাজীব কুমার? উঠে এলো চাঞ্চল্যকার তথ্য

Updated :  Saturday, September 28, 2019 1:59 PM

বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দুর্গামন্দিরের উদ্বোধন করে রীতিমতো গর্জন করে বলেন, ‘বাঁচবে না কেউ সিবিআইয়ের হাত থেকে। সবাই ধরা পড়বে নারদা, সারদা বা রোজভ্যালি কাণ্ডে জড়িত সমস্ত মাথারা।’তিনিও এদিন আরও বলেন, সিবিআই একটু ধীর গতিতে চলছে ঠিকই। কিন্তু বিচার ব্যবস্থাকে আরও দ্রুততর করার চেষ্টা করছে স্বয়ং প্রধানমন্ত্রী।

রাজীব কুমার কোথায়? এখনও পর্যন্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের কোনও হদিশ পেল না সিবিআই। তিনি এবার রাজীব কুমারের আত্মগোপন করা নিয়ে অর্জুন সিং বলেন, এটা বাংলার কাছে অত্যন্ত লজ্জার যে একজন এত বড়মাপের পুলিশ পালিয়ে বেড়াচ্ছেন। তিনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে তিনি পালিয়ে বেড়াচ্ছেন কেনো?

এই প্রসঙ্গ নিয়ে আরও একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘মমতার ভাইপো ওরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়ি কেনো এত পুলিশ বাহিনী ঘিরে রেখেছে? এর থেকেইতো সন্দেহ হয় অভিষেক ব্যানার্জির বাড়িতেই রাজীব কুমারকে লুকিয়ে রাখা হয়েছে। যাইহোক তবে পৃথিবীটা গোল। দোষ করলে কেউ রেহাই পাবে না। তাকে ঠিক খুঁজে বার করা হবে।