দীর্ঘদিন লকডাউনের জেরে দেশের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। গত মার্চ মাস থেকে স্কুল বন্ধ রয়েছে। এবার কবে থেকে স্কুল খুলতে পারে সেই বিষয়ে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, গত ১৬ মার্চ থেকে স্কুল বন্ধ রাখা হয়েছে। এখন স্কুল বন্ধই থাকবে। আগামী আগস্ট মাস পর্যন্ত স্কুল বন্ধই থাকতে পারে। সম্ভবত ১৫ আগস্টের পর স্কুল খুলতে পারে। আর ১৫ আগস্টের মধ্যে সব পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।
সিবিএসসি বোর্ডের পরীক্ষাগুলি ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে নেওয়া হবে। আর আইসিএসই ও আইএসসি পরীক্ষাগুলি ও নেওয়া হবে ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত। NEET পরীক্ষা হবে ২৬ জুলাই থেকে। JEE পরীক্ষা হবে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত । সমস্ত পরীক্ষাগুলি UGC, NCERT গাইডলাইন মেনেই হবে। সমস্ত ক্ষেত্রেই আলাদা আলাদা গাইডলাইন তৈরী করা হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকেন্দ্র যে গাইডলাইন প্রকাশ করেছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের মাস্ক, গ্লাভস পড়তে হবে। প্রতিটি স্কুলে থার্মাল স্ক্যানার বসাতে হবে। সিসিটিভিতে সমস্ত কিছুর ওপর নজরদারি রাখতে হবে। একটি সিটে কেবলমাত্র ২ জন করেই বসতে পারবে। সমস্ত স্কুল প্রতিষ্ঠানগুলির বিভিন্ন জায়গাতে গাইডলাইন লেখা থাকবে। তবে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে সেক্ষেত্রে এখনই স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই।