Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলায় NRC কবে? কি জানালো অমিত শাহ? জেনে নিন একনজরে

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বাংলায় এন আর সি নিয়ে ভুল বোঝানো হচ্ছে। আজ কলকাতায় এসে এমনই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরো বলেন এই সংবেদনশীল বিষয় নিয়ে মজা করা…

Avatar

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বাংলায় এন আর সি নিয়ে ভুল বোঝানো হচ্ছে। আজ কলকাতায় এসে এমনই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরো বলেন এই সংবেদনশীল বিষয় নিয়ে মজা করা উচিত নয়। এন আর সি এর আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে। তিনি এও বলেছেন হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তিনি এদিন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, একবার টিভি চালিয়ে দেখুন ২০০৪-০৫ সালে আপনি কি বলেছিলেন ?

অমিত শাহ বলেন আমরাও রাজনৈতিক দল চালাই তবে দেশের বিষয় এলে বি জে পি এর চিন্তা করি না। তিনি এদিন আরো কটাক্ষ করে বলেন, কমিউনিস্টরা বেআইনি অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে। মমতাদি তখন সরব হয়েছেন কিন্তু এখন তিনি একই কাজ করছেন শুধুমাত্র ভোটব্যাঙ্ক অটুট রাখার জন্য ! মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাফ জানিয়ে দেন যে, কোনো দেশ এত অনুপ্রবেশকারী নিয়ে চলতে পারে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাংলা পুনর্গঠন এর কাজ শুরু করতে হবে। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার রাজ্যের জনগণের উদ্দেশ্যে বলছেন এন আর সি বাংলাতে কোনো ভাবে করা হবে না । এন আর সি নিয়ে বিচলিত হবার কিছু নাই। ঠিক তখনই অমিত শাহ এর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে এন আর সি এর মত দীর্ঘদিনের তপ্ত বিতর্কতে ঘিরে সংযোগ করলো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

About Author