আজকের দিনলিপিনিউজরাজ্য

Weather Update: কালিপুজোয় কেমন থাকবে আবহাওয়া, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

Advertisement
Advertisement

আগামীকাল বঙ্গবাসীরা কালীপুজো উদযাপন করবেন। আর তার আগেই কালীপুজোর মনোরম আবহাওয়া দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা। ভোরের দিকে দেখা যাচ্ছে কুয়াশাও। সকালের দিকে হালকা পাতলা গরম পোশাকও পড়তে দেখা যাচ্ছে বঙ্গবাসীকে। এভাবেই একেবারে আপনার মনে হবে হেমন্তকাল অনুভব করছেন। ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ সকালের তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নেমে গেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷

Advertisement
Advertisement

Advertisement

আগামী দু দিনেও এই ধরণেরই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া৷ অন্যদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর দিল আলিপুর আবহাওয়া বিদরা। এইদিন কালীপুজো বা দিওয়ালিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে কিন্তু আকাশ অংশত মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। দার্জিলিং সহ অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকছে বৃষ্টির পূর্বাভাস।

Advertisement
Advertisement

এদিকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের জন্য আইএমডি অ্যালার্ট জারি করেছে৷ মৌসম ভবন জানিয়েছেন, এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ এরইসঙ্গে ওড়িশা. মরাঠবাড়া, রায়লসীমা, দক্ষিণ কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র কোঙ্কন. গোয়া ও তেলেঙ্গানাতেও বৃষ্টি হবে৷

একনজরে আজ কলকাতার আবহাওয়া জেনে নেওয়া যাক। আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ধীরে ধীরে কমছে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ ও সর্বনিম্ন ৩৬ শতাংশ থাকবে। সকালে ঠান্ডা লাগলেও বেলা বাড়তেই তাপমাত্রা বাড়বে। সকাল এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Advertisement

Related Articles

Back to top button