রাজ্যে যাতে কোন মতেই NRC না হয়, সেই জন্য কী করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়? শীঘ্রই জানুন

Advertisement

Advertisement

অরূপ মাহাত: অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ১৯ লক্ষ মানুষের নাম নেই চূড়ান্ত তালিকায়। তাদের মধ্যে যেমন মুসলমান রয়েছে, তেমনই রয়েছে একটি বিশাল সংখ্যক হিন্দু ও আদিবাসী মানুষজন। এই নিয়ে বিজেপি বিরোধিতায় সরব হয় তৃণমূল। রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি এবার বিধানসভায় বিষয়টিকে লিপিবদ্ধ করতে চলেছে তারা। এ বিষয়ে তারা সাহায্য পেতে চলেছে বাম – কংগ্রেসের।

Advertisement

সূত্রের খবর, রাজ্যে যাতে কোন মতেই এই এনআরসি না হয়, সে বিষয়ে বিধানসভায় বিল পাশ করাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বিষয়ে ৬ সেপ্টেম্বর বিধানসভায় আলোচনার প্রস্তাব রাখা হয়েছে ৷ এই প্রস্তাবে সরকারকে সমর্থন জানিয়েছে বাম ও কংগ্রেস। এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিজেপি। কারণ, লোকসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় নাগরিকপঞ্জি চালু করা নিয়ে সরব বিজেপি। অসমের পর এরাজ্যে এনআরসি চালু করা নিয়ে বারবার ইচ্ছা প্রকাশ করেছেন কেন্দ্র থেকে রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা। ফলে, অসমের পর এরাজ্যেও এনআরসি চালুর জল্পনা শুরু হতেই আগে ভাগে বিধানসভায় প্রস্তাব এনে তাঁর বিরোধিতার পথে নামল তৃণমূল।

Advertisement

Recent Posts