Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আধার কার্ডের মত এবার ছাত্র-ছাত্রীদের কাছে থাকতে হবে APAAR ID, জেনে নিন বিস্তারিত

ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী যে কাজই হোক না কেন, সব জায়গাতেই যেকোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকার এই আধার কার্ড।…

Avatar

ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী যে কাজই হোক না কেন, সব জায়গাতেই যেকোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকার এই আধার কার্ড। তবে এবার আধার কার্ডের পাশাপাশি নতুন একটি পরিচয়পত্র হতে চলেছে APAAR ID। তবে এই পরিচয়পত্র শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য। নতুন শিক্ষানীতি বাস্তবায়নের পর থেকে শিক্ষাক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যার আওতায় এখন সারাদেশের শিক্ষার্থীদের জন্য আলাদা ইউনিক আইডি কার্ড তৈরি করা হবে। এই আইডিটি হুবহু আধার কার্ডের মতো হবে, যাতে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিবরণ পাওয়া যাবে।

কি এই APAAR ID? এই APAAR শব্দের পুরো অর্থ হল অটোমেটিক পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই আইডি কার্ডের মাধ্যমে শিক্ষাবিদ, খেলাধুলা, দক্ষতা থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীদের ছোট-বড় প্রতিটি তথ্য এক জায়গায় পাওয়া যাবে। এর সাথে, পরীক্ষার ফলাফল, পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ, অলিম্পিয়াড বা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যে কোনও খেলায় জয়ের বিষয়ে বিশদ বিবরণও পাওয়া যাবে, যা শিক্ষার্থীদের রেকর্ড বজায় রাখতে মন্ত্রণালয়কে সহায়তা করবে। ইতিমধ্যেই ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্টস আইডি কার্ড তৈরির বিষয়ে সমস্ত রাজ্যকে নির্দেশও পাঠিয়েছে মন্ত্রক। এই আইডি কার্ড তৈরি করে শিক্ষার্থীরাও অনেক উপকৃত হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

APAAR ID কার্ডের বৈশিষ্ট:

১) আধার কার্ডের মত APAAR ID তেও ১২ সংখ্যার কোড থাকবে

২) আপনি আপনার সম্পূর্ণ একাডেমিক তথ্য সহ সমস্ত কোর্স সম্পর্কে তথ্য পেতে সক্ষম হবেন এই আইডি কার্ডের মাধ্যমে

৩) যেকোনো সরকারী চাকরি বা ইন্টারভিউয়ের জন্য এই আইডি কার্ড কাজে লাগবে

৪) আপনি সহজেই আপনার ক্রেডিট স্কোরের সুবিধা পেতে সক্ষম হবেন আইডির মাধ্যমে

About Author