রাজীব কুমারকে পেলে কি করতে পারে CBI, স্পষ্ট জানালো আদালত!

Advertisement

Advertisement

বেশ কিছু সময় ধরে সারদা কান্ড নিয়ে খবরের শিরোনামে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজীব কুমারকে ফৌজদারি বিধি অনুযায়ী বৃহস্পতিবার, গ্রেফতার করার কথা জানাল আদিপুর আদালত। তবে জামিন অযোগ্য পরোয়ানা জারি করবে না।

Advertisement

এছাড়াও সরকারের কাছে অনুমতি নেওয়ার রাজীবের যুক্তিও খারিচ করেছে আদালত। ওয়ারেন্টের বিরুদ্ধেও রাজীব কুমারের আবেদন খারিজ করেছে আলিপুর আদালত। কাল বৃহস্পতিবার, ৪ জন সিবিআই অফিসার অন্য বেশে রাজীব কুমারের বাড়িতে ঢুকে পড়েন।

Advertisement

প্রায় ৪৫ মিনিটের মতোও ছিলেন তারা রাজীব কুমারের বাড়িতে। জানতে পেরে কলকাতা পুলিশ সিবিআইদের তাড়িয়ে দেয়। মূলত রাজীব কুমারকে কিছু জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে এসেছিল তারা।

Advertisement

Recent Posts