Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

MS Dhoni: ‘লং লিভ দ্য লিজেন্ডস’ ধোনির উদ্দেশ্যে বার্তা দিলেন ক্রিস গেইল, ছবি ভাইরাল

ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। যে ছবিটি দেখতে না দেখতে ভাইরাল হয়েছে…

Avatar

ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। যে ছবিটি দেখতে না দেখতে ভাইরাল হয়েছে নেটপ্রেমীদের মধ্যে। আপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে বর্তমানে ক্রিস গেইল একজন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। অন্যদিকে, ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে আইপিএল ২০২৩-এর জন্য অনুশীলনে ব্যস্ত রয়েছেন।

উল্লেখ্য, ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের কর্মকাণ্ডের জন্য প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন। তিনি একার নেতৃত্বে ভারতের ঝুলিতে তিনটি আইসিসি ট্রফি তুলে দিয়েছেন। তাছাড়া তার নেতৃত্বে ভারতীয় দল ক্রিকেটের সমস্ত ফরম্যাটে শীর্ষস্থান দখল করেছে। ফলশ্রুতিতে, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়কদের তালিকায় মহেন্দ্র সিং ধোনির নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। সেখানে তিনি মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে লিখেছেন, ‘লং লিভ দ্য লিজেন্ডস।’ বিষয়টি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজরে পড়তেই ইউনিভার্সাল বসের শেয়ার করা ছবিতে লাখ লাখ ভালোবাসা দিয়েছে।

উল্লেখ্য, ১৫ আগস্ট ২০২০ সালে মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তবে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পূর্বে তিনি বিশ্ব ক্রিকেটের সফলতম ফিনিশারের উপাধি লাভ করেন ক্রিকেটপ্রেমীদের দ্বারা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তিনি ভারতীয় প্রিমিয়ার লিগেও নিজের বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন। নিজের দল চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে ৪ বার শিরোপা এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

About Author