নববর্ষের প্রথম দিন কেমন থাকবে আকাশ, জানুন কী জানাল হাওয়া অফিস

Advertisement

Advertisement

আজ সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায়। দক্ষিণবঙ্গের নয় জেলায় আজ বিকেলের পর ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে আজ সামান্য বৃষ্টিপাত হলেও আগামীকাল থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গেও। নববর্ষের দিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গ জুড়ে। ঝড় হওয়ার পূর্বাভাসও আছে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হতে পারে।

Advertisement

Advertisement

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সারাদিন গরমে অস্বস্তি হওয়ার পর সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টি হতে পারে। আজ সকালে কলকাতার তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৩-৮৯%। গতকাল বিকেলেও কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে।

Advertisement

আগামীকাল বাংলা নববর্ষ। বাংলা নববর্ষের প্রথম দিনেই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার সহ সবকটি জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হবে ঝড়বৃষ্টি। আগামী বুধ এবং বৃহস্পতিবার দুদিনই উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই দুদিন।