Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

West bengal weather: বৃষ্টি নয় বরং তাপ আনছে মোকা, কবে থেকে আবার ভিজবে পশ্চিমবঙ্গ? জানিয়ে দিল হাওয়া অফিস

ঘূর্ণিঝড় মোকা নিয়ে এবার দুর্যোগের আশঙ্কার মাঝে রাজ্যে আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। সোমবার তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে মঙ্গলবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি…

Avatar

ঘূর্ণিঝড় মোকা নিয়ে এবার দুর্যোগের আশঙ্কার মাঝে রাজ্যে আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। সোমবার তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে মঙ্গলবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাপমাত্রা আবারো ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস এর গণ্ডি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত্য থেকে তৈরি নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মঙ্গলবার। তারপর সাগরে জন্ম নেবে ঘূর্ণিঝড় মোকা। তবে এই ঘূর্ণিঝড় এর আগে বাংলায় কয়েক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে মৌসম ভবন।

মৌসম ভবন সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে শুষ্ক বাতাস প্রবেশ করছে এবং সেই কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে বাংলায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পাশাপাশি নিম্নচাপ থাকলেও ঘূর্ণিঝড় স্থলভাগ থেকে টেনে নিচ্ছে জলীয় বাষ্প। নতুন করে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু জায়গায়। আগামী কয়েক দিন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে তীব্র গরম অনুভূত হবে। বৃহস্পতিবার এর আগে রাজ্যে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘূর্ণিঝড় মোকার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে এই দ্বীপে তুমুল বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এর সাথেই ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং কোথাও কোথাও হাওয়ার বেগ ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে।

About Author