Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুর নরম রাজ্যের, কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে সহযোগিতা করবে রাজ্য

গতকাল নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীবের তরফ থেকে একটি চিঠি এসে পৌঁছয় যাতে কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়, কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা ও জলপাইগুড়ির রাজ্য অফিসারেরা ঠিকমতো সহযোগিতা করছেন না।…

Avatar

গতকাল নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীবের তরফ থেকে একটি চিঠি এসে পৌঁছয় যাতে কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়, কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা ও জলপাইগুড়ির রাজ্য অফিসারেরা ঠিকমতো সহযোগিতা করছেন না। যার ফলে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের পক্ষে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা সুষ্ঠু ভাবে করা সম্ভব হচ্ছে না। তবে এদিন রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সঙ্গে সবরকম সহযোগিতা করবে রাজ্য।

পাশাপাশি রাজ্যের পাঠানো চিঠিতে এও বলা হয় যে, কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সঙ্গে রাজ্য অফিসারদের যে অসহযোগীতার প্রশ্ন উঠেছিল তা সত্যি নয়। তাই রাজ্যের তরফে কেন্দ্রকে এমনই আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, রাজ্য কেন্দ্র ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই কেন্দ্রীয় করোনা পর্যবেক্ষক দলকে সবরকম সাহায্য করবে রাজ্য। রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যে পৌঁছেছে। আর সেইসঙ্গে রাজ্যগুলিতে নজরদারিও চলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে পশ্চিমবঙ্গের রাজ্য অফিসারেরা করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সাহায্য করছে না বলে রাজ্যকে চিঠি পাঠিয়ে কড়া নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব অজয় ভাল্লা। তিনি জানান, অনেক ভাবনাচিন্তার পরেই রাজ্যগুলির জন্য নির্দেশিকা তৈরি করা হয়েছে যাতে দেশের শীর্ষ আদালতেরও অনুমতি রয়েছে। তাই এই নির্দেশিকাকে অবমাননা করা আসলেই দেশের শীর্ষ আদালতের নির্দেশকে অবমাননা করা। তবে এদিন রাজ্যের এমন চিঠিতে স্পষ্টতই বোঝা যাচ্ছে, রাজ্য কেন্দ্রের অভিযোগকে মিথ্যে বলেই মনে করছে।

About Author