Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে মৃত্যুর হার সর্বাধিক, মুখ্যসচীবকে চিঠি কেন্দ্রের

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি দেখভালের জন্য কেন্দ্র থেকে দুটি পর্যবেক্ষক দল আসে রাজ্যে। করোনা পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। আর এরপর কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে বেশ কড়া ভাষায় চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব…

Avatar

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি দেখভালের জন্য কেন্দ্র থেকে দুটি পর্যবেক্ষক দল আসে রাজ্যে। করোনা পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। আর এরপর কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে বেশ কড়া ভাষায় চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব অজয় ভাল্লা। রাজ্যের মুখ্যসচীব রাজিব সিনহাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব অজয় ভাল্লা চিঠিতে বলেছেন, ‘পশ্চিমবঙ্গে জনসংখ্যার নিরিখে টেস্টের সংখ্যা খুবই কম। রাজ্যে মৃত্যুর হার ১৩.২ শতাংশ যা অন্যান্য রাজ্যের তুলনায় সর্বাধিক।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে কোভিড-১৯ জীবানুতে আক্রান্ত হচ্ছে যোদ্ধারা। রাজ্যে কলকাতা ও হাওড়ার মতো অনেক জায়গায় লক ডাউনকে সফল করা হচ্ছে না। মানুষ লক ডাউনকে উপেক্ষা করছে। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করছেন না তাঁরা। জমায়েত করা হচ্ছে বিভিন্ন জায়গায়। রাজ্যে যেসমস্ত অঞ্চলে জনসংখ্যা বেশি রয়েছে সেখানে পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে মৃত্যুর হার এতো বেশি হওয়ার কারন রোগী শনাক্তকরণ ও টেস্ট কম হওয়াই যে মূল কারন তাও উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব অজয় ভাল্লা। আর এই কারনেই রাজ্যের মুখ্যসচীব রাজিব সিনহাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব। জানা গিয়েছে, রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য যে দুটি দল রাজ্যে পর্যবেক্ষণের কাজে এসেছিল তাঁদের পাওয়া রিপোর্টের পরই কেন্দ্রের তরফ থেকে এই চিঠি এসেছে।

About Author