নবান্নের তরফ থেকে জানানো হয়েছে বড় খবর। এই বছরের শেষের দিকে পশ্চিমবঙ্গ সরকার নির্দিষ্ট সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের একটানা ছুটি নির্ধারিত করেছে বলে জানা যাচ্ছে। এই ছুটি বছর শেষে হতে চলেছে একটা উদার উপহার। বিশেষ করে প্রয়োজনীয় পরিষেবাগুলিতে কর্মরত কর্মীদের জন্য এই ছুটি চালু করা হয়েছে। সরকারি এবং বেসরকারি উভয় কর্মীদের সারা বছর কিছু নির্দিষ্ট ছুটি থাকে। তার মধ্যে কখনো কখনো দীর্ঘ সাপ্তাহিক ছুটি পড়ে যায়। তবে এবারে যে ছুটি দেওয়া হয়েছে, সেটা কর্মীদের বেস আনন্দ দেবে বলে মনে করা হচ্ছে।
কোন কর্মীরা এই ছুটি পাবেন?
এই ছুটির ঘোষণা সেই সমস্ত কর্মীদের জন্য যারা দুর্গাপূজা এবং কালী পূজার মতো বড় সময়ে ছুটি গ্রহণ করেন না এবং কাজ করেন। পাশাপাশি এটা তাদের জন্য যারা জরুরী পরিষেবায় রয়েছেন এবং নিয়মিত ছুটি মিস করে থাকেন। তাদের জন্যই এই বর্ধিত ছুটি দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। ডিসেম্বর মাসে এই সরকারি কর্মচারীদের ১৫ দিনের ছুটি দেওয়া হয়েছে। ঐতিহ্যগতভাবে এটা দশ দিনের ছুটি ছিল, তবে এই বছর সেই ছুটি আরো পাঁচ দিন বৃদ্ধি করা হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই সমস্ত ছুটি সমস্ত সরকারি কর্মচারীদের জন্য জারি করা হয়নি। বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োজিত রয়েছেন তাদের জন্য এই ছুটি দেবে রাজ্য সরকার। এর মধ্যে অন্যতম পরিষেবাগুলি হল পুলিশ, স্বাস্থ্যসেবা, মিউনিসিপাল কর্মী এবং ফায়ার ডিপার্টমেন্ট এর মত পরিষেবার কর্মচারীরা। উৎসবের সময় এই সমস্ত কর্মীদের খুবই দরকার পড়ে এবং সেই কারণে তারা ছুটি পান না। সেই কারণেই যাতে তাদের ছুটিতে কোনো রকম অসুবিধা না হয়, তাই এবারে এই কর্মচারীদের ছুটি দিচ্ছে রাজ্য সরকার।
রাজ্য সরকার আসন্ন বছরের ছুটির সময়সূচি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে। এর মধ্যে আটটি ছুটি পড়েছে রবিবার। অন্যান্য ছুটির অনেকগুলো শুক্রবার এবং সোমবার পড়েছে। অর্থাৎ সেই সমস্ত দিনে একটা দীর্ঘ সাপ্তাহিক ছুটি পড়ে গেল। উদাহরণস্বরূপ যদি একটি শুক্রবার ছুটির দিন পড়ে যায় তাহলে কর্মীরা সর্বমোট তিন দিন সাপ্তাহিক ছুটি পেয়ে যান। কর্মীরা একেবারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ছুটি পাচ্ছেন এবং রবিবারের ছুটি কাটিয়ে সোমবার দিন অফিসে আসছেন। আবার যদি ছুটি সোমবার পড়ে যায়, তাহলে শনিবার থেকে সোমবার পর্যন্ত কর্মীরা ছুটি পাচ্ছেন এবং মঙ্গলবারে তারা আবারো কাজে আসছেন। ফলে এই বিষয়টা কর্মীদের জন্য বেশ ভালো।