Weather Update: বাংলায় কবে ঢুকবে বর্ষা? প্রচণ্ড গরম থেকে কবে মুক্তি? যা জানাল IMD

Advertisement

Advertisement

আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে’ ছড়া কি ছড়াই থেকে যাবে বাচ্চাদের মুখে, নাকি সত্যি বৃষ্টি হবে? কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে গত দুদিন ধরেই মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি হবে হবে করেও বৃষ্টির দেখা নেই। এদিকে মানুষ আশায় দিন গুনছে কবে হবে বৃষ্টি। ভ্যাপসা গরম ও ইলেকট্রিক এর করুন ব্যবস্থাপনায় নাজেহাল মানুষ। বাচ্চা থেকে বয়স্ক হেন কোনো মানুষ নেই যারা ঘামাচির যন্ত্রণায় কষ্ট পাননি। বিশেষত যারা নিয়মিত রান্নাঘরে কাজ করছেন কিংবা যাদের বাড়ির ছাদ টিন বা অ্যাজবেস্টার দিয়ে তৈরি তাদের অবস্থা খুবই সঙ্গীন। এরপরেও মানুষ তাদের আরাধ্য দেবতার কাছে বৃষ্টি চাইছে। আদৌ কি বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়া দপ্তর?

Advertisement

আমরা জানি যে কেরোলে আগে মৌসুমী বায়ু প্রবেশ করে, তারপরেই বাংলায় বর্ষার প্রবেশ ঘটে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে,কেরালা,দক্ষিণ তামিলনাড়ুর বেশিরভাগ জায়গায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে গিয়েছে। এবারে বাংলায় মৌসুমী বায়ু প্রবেশের পালা। অর্থাৎ, খুব শীঘ্র আসতে চলেছে বর্ষা।

Advertisement

ভারতের আবহাওয়া বিভাগ (IMD) এও জানাচ্ছে যে খুব তাড়াতাড়ি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, কোঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্র সহ পশ্চিম বঙ্গে।

Advertisement

বৃষ্টির খবরের পাশাপাশি সাইক্লোন বিপর্যয়ও ধেয়ে আসছে মধ্য আরব সাগরে। এর জেরে প্রতি ঘণ্টা থেকে ১৭০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানা গিয়েছে। সাইক্লোন বিপর্যয়ের কারণে গোয়া-মহারাষ্ট্র-গুজরাট উপকূল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড় বইতে পারে।

Recent Posts