Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরস্বতী পুজোর আগেই ফিকে হচ্ছে শীত, উষ্ণতায় ভরা কাটবে ভালেন্টাইনস ডে

কলকাতা: আসন্ন শীতের (Winter) বিদায়। শুক্রবার (Friday) থেকেই পারদ চড়তে শুরু করেছে মহানগর ও জেলাগুলিতে। তবে ফেব্রুয়ারির (February) এই সময়ে যা স্বাভাবিক। আবহাওয়া অফিসের (Weather Office) তরফে বলা হয়েছে, সোমবার (Monday)…

Avatar

কলকাতা: আসন্ন শীতের (Winter) বিদায়। শুক্রবার (Friday) থেকেই পারদ চড়তে শুরু করেছে মহানগর ও জেলাগুলিতে। তবে ফেব্রুয়ারির (February) এই সময়ে যা স্বাভাবিক। আবহাওয়া অফিসের (Weather Office) তরফে বলা হয়েছে, সোমবার (Monday) পর্যন্ত সকালের দিকে হাল্কা কুয়াশা (Fog) থাকবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়লে আকাশ আজ আংশিক মেঘলাই থাকবে।

রবিবার ভ্যালেন্টাইন্স ডে’র দিনেও তাপমাত্রা বাড়ল অনেকটাই। শীতের পরশ অনেকটাই কম থাকবে আজ শহরে। যদিও জেলায় আরও কিছুদিন শীতের আমেজ থাকবে। মূলত রাতের দিকে। সকালের রোদের তেজে তাপমাত্রা বাড়বে, তবে রাতে শীত অনূভুত হবে ভালই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।  ফেব্রুয়ারির এই সময়ে যা স্বাভাবিক। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রবিবার সর্বনিম্ম তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস হতে চলেছে। তবে ফেব্রুয়ারির শুরুতেই একেবারে স্বমহিমায় দেখা যায় শীতকে। বিগত ১০ বছরে এটাই ছিল শীতলতম ফেব্রুয়ারি।

আপাতত বেলা গড়াতেই ভারী বা চাদর গায়ে রাখতে পারা যাচ্ছে না কলকাতায়। শীত উধাও হচ্ছে তা বেশ টের পাওয়া যাচ্ছে। সপ্তাহান্তের দিনটিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। ফলে উষ্ণ ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে হবে বঙ্গবাসীকে। এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, ন্যূনতম ৩৬ শতাংশ৷

About Author