কলকাতা: শুক্রবার রোদের দেখা মিললেও আজ, শনিবার সকাল থেকে আকাশের মুখ ভার। মাঝে মাঝে রোদের দেখা মিললেও আকাশ কার্যত মেঘলা। বঙ্গোপসাগরের সক্রিয় হওয়া নিম্নচাপের জেরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মৌসুমী অক্ষরেখার অবস্থান এখন দক্ষিণবঙ্গের ওপর। এর জেরেই বাতাসে জলীয় বাষ্প বাড়ছে, চরমে উঠেছে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সাময়িকভাবে এই বৃষ্টি কিছুটা স্বস্তি দেবে বলে জানা গিয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার ফলে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। উত্তরবঙ্গে ঠান্ডা অনুভূত হবে বলেও জানিয়েছে। তবে বৃষ্টি দক্ষিণবঙ্গবাসীদের সামযিক শক্তি দিলেও বৃষ্টি কমে গেলে আবার শরম অস্বস্তি বাড়বে।