দুপুরের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা

Advertisement

Advertisement

এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। তাপমাত্রা কিছুটা বাড়লেও কেটে যায়নি শীতের আমেজ। এদিন উত্তরবঙ্গের কিছু জেলায় শীতের প্রভাব রীতিমতো ভালোই লক্ষ্য করা গেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় সামান্য বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

Advertisement

এদিন উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৮.২ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতি ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগত ঝঞ্ঝাটির কারনে রাজ্য সংলগ্ন ওড়িশার উপকূলের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি।

Advertisement

আরও পড়ুন : যাত্রীদের দুশ্চিন্তা, আরও বাড়বে রেলের ভাড়া

Advertisement

তবে ঝঞ্জা কেটে যাওয়ার পর নামবে পারদ। রবিবার জাঁকিয়ে পড়বে শীত, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তবে আবার কোনো পশ্চিমী ঝঞ্জা আসে তবে শীত হয়তো বিদায় নেবে। শুক্রবার দুপুরের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। তবে বৃষ্টি কেটে গেলেই নামবে পারদ।

Recent Posts