রাজ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, সপ্তাহের শুরুতে বড়সড় খবর দিল আবহাওয়া দপ্তর

Advertisement

Advertisement

বৈশাখের শুরু হয়েছে বেশ কয়েকদিন হল। কিন্তু এখনো সেভাবে কালবৈশাখীর দেখা মেলেনি। যদিও চৈত্র ও বৈশাখ মাসেই কালবৈশাখীর আগমন ঘটে। কিন্তু এইবছর সেই তান্ডব এখনো দেখায়নি কালবৈশাখী। বেশ কিছু জায়গাতে ঝড়-বৃষ্টি হচ্ছে তবে সেটা বিক্ষিপ্তভাবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস ঠিক সেরম ভাবে মিলছে না। তবুও বৃষ্টি কিন্তু হচ্ছে।

Advertisement

Advertisement

আজ আবার ও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের বেশ কিছু জায়গাতে আজ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতার আকাশ মেঘলা। আর জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শুধু আজ নয়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

Advertisement

কোথাও আবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভুম, নদীয়া, দুই মেদিনীপুর ও মুর্শিদাবাদের ভারী বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৬১ শতাংশের মধ্যে থাকবে। গতকাল বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।