আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম। আশেপাশের কয়েকটি জেলায় ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা আর কয়েকদিন ছাড়ালেও, আবারও এই তাপমাত্রা নিচের দিকে নামবে। তবে সব থেকে স্বস্তির খবরটা হল, শীঘ্রই বৃষ্টি হতে চলেছে হাওড়া এবং হুগলি সহ কয়েকটি জেলায়। এই দুটি জেলায় আজ রাতের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সঙ্গেই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে না হলেও মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং মালদহ জেলায়। তবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু তাপপ্রবাহ এখনো চলবে আরো কয়েকদিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই দুটি জেলায় মঙ্গলবার এর পরেও তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে একেবারে সঠিক সময়ে বৃষ্টি পশ্চিমবঙ্গে না আসলেও, বৃষ্টি কিন্তু মানুষকে হতাশ করবে না। বরং স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টিপাত হবে এই বছর।