Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

WB Ramzan Special Package: রমজান মাসে পাওয়া যাবে, অতিরিক্ত চিনি, ছোলা ও ময়দা, আপনি কি পাবেন? জেনে নিন

রমজান মাস উপলক্ষে এবারে রেশন দোকান থেকে আবারো পাওয়া যাবে অতিরিক্ত খাদ্যশস্য। এবারে রমজান মাসে রেশন দোকান থেকেই মিলবে আরো বেশি চিনি, ছোলা ও ময়দা। এই জিনিস পাওয়া যাবে একেবারেই…

Avatar

রমজান মাস উপলক্ষে এবারে রেশন দোকান থেকে আবারো পাওয়া যাবে অতিরিক্ত খাদ্যশস্য। এবারে রমজান মাসে রেশন দোকান থেকেই মিলবে আরো বেশি চিনি, ছোলা ও ময়দা। এই জিনিস পাওয়া যাবে একেবারেই ভর্তুকিতে। তবে, সবাই এই সুবিধা কিন্তু পাবেন না। যাদের কাছে অন্তদ্যোয় অন্ন যোজনা (AAY) অথবা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশনকার্ড গ্রাহকদেরকেই এই অতিরিক্ত রেশন দেওয়া হবে। ২৪ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই রেশন দেওয়া হবে। আর, এই খাদ্যসামগ্রী দেওয়া হবে একটি বিশেষ প্যাকেজ অনুযায়ী।

রাজ্য সরকারের খাদ্য ও গণবন্টন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, পরিবারের ভিত্তিতে এই রেশন পরিষেবা দেওয়া হবে। AAY ও SPHH রেশনকার্ড থাকা ব্যক্তিদের কাছেই এই রেশন প্রদান করবে। প্রতি পরিবারকে ১ কেজি করে চিনি দেওয়া হবে এবং তার জন্য প্রতি কেজি পিছু ৩২ টাকা করে দাম দিতে হবে। পরিবারপিছু ১ কেজি করে ছোলা পাওয়া যাবে এবং এর জন্য ৪৯ টাকা করে দাম দিতে হবে। এছাড়াও ১ কেজি করে ময়দা দেওয়া হবে যার জন্য ৩০ টাকা করে দাম দিতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিশেষ প্যাকেজ ছাড়াও রেশনে অন্য সামগ্রী যা পাওয়ার সবই পাবেন এই দুই ধরনের কার্ড থাকা পরিবারগুলি। অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড থাকলে এই মাসে পরিবারপিছু ২১ কেজি চাল বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও পরিবারপিছু বিনামূল্যে ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম পাওয়া যাবে। পরিবারপিছু ১ কেজি করে চিনি দেওয়া হবে। চিনির জন্য কেজি প্রতি ১৩ টাকা ৫০ পয়সা দাম দিতে হবে। এই চিনি বিশেষ প্যাকেজের বাইরে। বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH) থাকলে মাথাপিছু ৩ কেজি চাল, মাথাপিছু ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বা ২ কেজি গম পাওয়া যাবে। এগুলি সবই বিশেষ প্যাকেজের বাইরে।

About Author