বন্ধু চেনার উপায়! খারাপ বন্ধুদের চিনুন এবং জীবন থেকে বিতাড়িত করুন

Advertisement

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : প্রতিটি সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুহীন মানুষ খুবই কম রয়েছে। প্রত্যেকের জীবনেই বন্ধু থাকে।

Advertisement

কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস।আর অসৎ সঙ্গে নরকবাস। ভালো বন্ধু জীবনে অনেক উপকার করে। আর খারাপ বন্ধু শুধু জীবনে সমস্যা তৈরি করে। এরকম বন্ধুর জন্য অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এই খারাপ বন্ধুদের চিনুন আর তাদের থেকে এড়িয়ে চলুন

Advertisement

১) এরকম বন্ধুত্ব মানসিক চাপের কারণ হতে পারে।

Advertisement

২) মনে হতে পারে আপনার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে।

৩) এরকম বন্ধুর কারণে আপনার সময় নষ্ট হতে পারে।

৪) আপনি হয়তো এরকম বন্ধুর কারণে অনেকবার আশাহত হয়েছেন।

৫) একতরফা বন্ধুত্ব।

৬) এরকম বন্ধুত্বের ক্ষেত্রে বেশিরভাগই থাকে হিংসা।

৭) এরকম বন্ধুত্বে থাকে ভালোবাসার নাটক।

এরকম বন্ধুত্বকে যেভাবে মোকাবেলা করবেন:-

সবসময় ভাল খারাপের বিচার করতে শিখুন। বন্ধুত্বকে বোঝার চেষ্টা করুন। বন্ধুত্বের আচার আচরণ দেখে ঠিক করুন তার সাথে আপনি বন্ধুত্ব রাখতে চান কিনা। বন্ধুত্বের বাইরে কিছুটা সময় নিজের জন্য রাখুন। জীবনে চলার পথে সব মানুষকে পাত্তা দেবেন না। কিছু মানুষকে এড়িয়ে চলতে শিখুন।

Recent Posts