কিংবদন্তি বোলার হরভজন সিং কে বলিউডের গানের সুরে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ওয়াসিম জাফর। গত শনিবার ৩রা জুলাই ৪১ বছরে পদার্পণ করেছেন ভারতের অন্যতম স্পিনার হরভজন। তার জন্মদিনে বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকাদের পাশাপাশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ও জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন হরভজনকে।
ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ওয়াসিম জাফর তার নিজস্ব লেখনীর প্রতিভায় এক টুইটারে হরভজনকে এই শুভেচ্ছা বার্তা পাঠান। তিনি বলিউডের গোপী কিষান এর গানের একটি লাইন উল্লেখ করে হরভজন সিংকে শুভেচ্ছা জানান।
২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে হরভজন সিং হ্যাটট্রিক করেন। এছাড়াও তিনি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ও আইসিসি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভূমিকা রাখেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowওয়াসিম জাফর গানটির লাইন লেখার কারণ হিসেবে বলেছেন হরভজন তার বিয়েতে হুক্কা খাওয়ার ব্যবস্থা করেছিলেন। তাই ওয়াসিম জাফর এই গানটির লাইন উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার হরভজন সিং এর কাছে।
Happy Birthday @harbhajan_singh ? #ifyouknowyouknow ? pic.twitter.com/zFbnUApXjU
— Wasim Jaffer (@WasimJaffer14) July 3, 2021