Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পেট্রোল ছাড়াই চলবে Wagon R, গ্রাহকদের খরচ কমাতে বড় পদক্ষেপ মারুতি সুজুকির

ভারতের ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অটো এক্সপো ২০২৩। এই শোয়ে ভারতের গাড়ি নির্মাতা কোম্পানিগুলি তাদের নতুন নতুন গাড়ি এবং সেগুলির পেটেন্ট ভার্সন সকলের জন্য উন্মোচন করে থাকে। এই মুহূর্তে ভারতের…

Avatar

ভারতের ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অটো এক্সপো ২০২৩। এই শোয়ে ভারতের গাড়ি নির্মাতা কোম্পানিগুলি তাদের নতুন নতুন গাড়ি এবং সেগুলির পেটেন্ট ভার্সন সকলের জন্য উন্মোচন করে থাকে। এই মুহূর্তে ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় গাড়ি কোম্পানির মধ্যে একটি হল মারুতি সুজুকি। আর তাদের Wagon R গাড়িটি এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় ভারতীয় গাড়ির মধ্যে একটি। এবারে সেই Wagon R নিয়ে বড় আপডেট দিল মারুতি সুজুকি। আর এই আপডেট চলে এলো অটো এক্সপো ২০২৩ এর মঞ্চ থেকেই।

মারুতি সুজুকি জানিয়ে দিয়েছে এই গাড়ি এবার ফ্লেক্স ফুয়েলেই চলতে পারবে। খুব শীঘ্রই এই গাড়ির ফ্লেক্স ফুয়েল মডেল বাজারে আনতে চলেছে মারুতি সুজুকি। মূলত ইথানলে চলবে এই মডেল। এর ফলে পেট্রোলের চেয়ে অনেক কম খরচ হবে বলে জানাচ্ছেন মারুতি সুজুকি কর্মকর্তারা। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ইথানলে চালিত যানবাহনের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। আর এরই মধ্যে এবার মারুতি গ্রাহকদের জন্য নিয়ে এলো ফ্লেক্স ফুয়েল মডেলের Wagon R।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িটি ইথানলে চললে শুধুমাত্র যে খরচ কমবে তাই নয়, কার্বন নিঃসরণ কমাতে বড় ভূমিকা গ্রহণ করবে এই ইথানল চালিত গাড়ি। এই গাড়ির ফ্লেক্স ফুয়েল মডেল লঞ্চ করা হলে ভারতের পরিবেশ আরও স্বচ্ছ হবে বলে মনে করছেন সকলেই। তবে এই গাড়িটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোন নির্দিষ্ট তথ্য দেয়নি মারুতি সুজুকি। এখনো পর্যন্ত এই গাড়িটি প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। তবে মনে করা হচ্ছে গাড়িটি চলতি বছরেই লঞ্চ হবে এবং বছরের শেষ নাগাদ ভারতীয় গ্রাহকদের কাছে চলে আসবে, মারুতি সুজুকির Wagon R এর ফ্লেক্স ফুয়েল মডেল।

About Author