নিউজ

ট্রেনলাইনের ধারে বোর্ডে লেখা থাকে W/L বা C/FA, জানেন কি এর অর্থ? জেনে নিন এখানে

ভারতীয় রেলে অনেক ধরনের সিগনালিংয়ের কাজ এই কোড ব্যবহার করা হয়

Advertisement

Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। অনেকেই প্রায়দিন ট্রেনযাত্রা করে থাকেন। এই ভারতীয় রেল তাদের পরিষেবা ঝুঁকিহীন করার জন্য ট্রেন লাইনে বেশ কিছু কোড ব্যবহার করে। জানেন কি এসবের অর্থ? না জানলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই।

Advertisement

অনেক সময় ট্রেন যাত্রার সময় দেখা যায় লাইনের ধারে বিভিন্ন পোস্টে সাংকেতিক কিছু কোড ওয়ার্ড লেখা রয়েছে। প্রত্যেকেই যাত্রার সময় এই জিনিস দেখলেও অনেকেই এর আসল অর্থ জানেন না। অনেক সময় দেখবেন রেললাইনের ধারে বিভিন্ন ধরনের পোস্টে রংয়ের হলুদ বোর্ডে কালো অক্ষরে ইংরাজিতে W/L বা হিন্দিতে C/FA লেখা থাকে। ৯৯ শতাংশ মানুষ এর অর্থ জানেন না। জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি ভারতীয় রেলে অনেক ধরনের সিগনালিংয়ের কাজ এই কোড ওয়ার্ড দিয়ে হয়। যদি রেললাইনে ধারে ইংরাজিতে W/L বা হিন্দিতে C/FA লেখা থাকে তাহলে বুঝতে হবে সামনে মানবহীন রেল গেট রয়েছে। তাই আগে থাকতেই ট্রেনের লোকো পাইলট হুইসেল বাজিয়ে ট্রেন এগোয়। গেটের প্রায় আড়াইশ মিটার আগে এ ধরনের বোর্ড লাগানো হয়।

Advertisement

Recent Posts