প্রথম থেকেই এই বছর দুর্গা পুজো হওয়া নিয়ে অনেক প্রশ্ন ছিলো অবশেষে অনেক নিয়ম বিধি মেনেই হতে চলেছে এবারের দুর্গাপুজো। আর এবারের বিশেষ আকর্ষণপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বছর মহাষষ্ঠীর দিন একটি মেগা ভার্চুয়াল সমাবেশে যোগ দেবেন তিনি। এক সঙ্গে চলবে পুজোর অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর সমাবেশ, করোনা সংক্রান্ত সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা মাথায় রেখে হবে এই সমাবেশ।
কিছু দিন আগেই কলকাতায় দুর্গা পুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “মাস্ক-স্যানিটাইজার রাখুন। যারা দায়িত্বে থাকবেন, তাঁদের ফেস শিল্ড দিন। অঞ্জলি যেন সকলেই একসঙ্গে না দেন। সিঁদুর খেলুন, কিন্তু সময় ভাগ করে খেলুন। একটা দল খেলে গেল, আরেকটা দল এল। একটু তো নিয়ম মেনেই চলতে হবে। প্রসাদ বিতরণও সাবধানে করুন। সাধারণ মানুষকে বলব, ফুল-বেলপাতা নিজেরাই পারলে নিয়ে যান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাংস্কৃতিক অনুষ্ঠান এবার পারলে বন্ধ রাখুন। ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর যোগ দেবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে গতকাল করোনা পরিস্থিতিতে দুর্গোৎসব বন্ধ করার আর্জি জানিয়েছেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই দিন পুজো বন্ধ নিয়ে দিলীপবাবু বলেন, ”পুজো কমিটি ও সাধারণ নাগরিকদের কাছে আবেদন করব দুর্গাপুজো অবশ্যই করুন, তবে দুর্গোৎসবটা এবার বন্ধ করুন। দুর্গাপুজো করুন।
ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনা করুন। প্রার্থনা করুন মায়ের আশীর্বাদে যেন তাড়াতাড়ি এই মহামারি থেকে মুক্তি পাই। অন্য দিকে এবছর পুজোয় কলকাতা আসতে পারবেন না অমিত শাহ, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে এ বছর ১৭ তারিখ তিনি যাবেন উত্তরবঙ্গ।