Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Virat Kohli 100th Test: টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারতের, ১০০ তম টেস্ট খেলতে নামছেন কিং কোহলি

শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে আজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে লঙ্কান বাহিনীর মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার পূর্ণ নেতৃত্বে এই প্রথমবার টেস্ট ম্যাচ খেলবে ভারত। অধিনায়ক…

Avatar

শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে আজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে লঙ্কান বাহিনীর মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার পূর্ণ নেতৃত্বে এই প্রথমবার টেস্ট ম্যাচ খেলবে ভারত। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার প্রথম টেস্ট হলেও ক্রিকেটপ্রেমীদের চোখ এখন বিরাট কোহলির দিকে। শততম টেস্ট ম্যাচে লম্বা ইনিংস আসবে বিরাট কোহলির ব্যাট থেকে, এমনটাই মনে করছেন ভারতীয় ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।

এদিকে আজকের ম্যাচে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ভারতের ১২তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্ট খেলতে চলেছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য শ্রীলংকার বিরুদ্ধে আজকের প্রথম টেস্ট এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে শততম টেস্ট খেলার কথা থাকলেও সেখানে একটি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। ঘরের মাটিতে শততম টেস্ট ম্যাচ খেলতে চেয়ে ছিলেন ব্যাটিং কিং। আর সেই লক্ষ্যে আজ মোহালি স্টেডিয়াম শ্রীলঙ্কার মুখোমুখি হবেন ভারতীয় দলের সদ্য-প্রাক্তন নেতা বিরাট কোহলি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ সিরিজের ঐতিহাসিক ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া। চলতি টেস্ট সিরিজ আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। দেখে নিন আজকের ম্যাচে ভারতের শক্তিশালী একাদশ কেমন হতে চলেছে-

ভারতের শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ

About Author