Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্রিসমাসের আগে বাচ্চাদের জন্য ‘সিক্রেট সান্তা’ বিরাট কোহলি

চলে আসছে বড়দিন, আনন্দের সাথে সাথে আবহাওয়াটাও বেশ সায় দিচ্ছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ জায়গায় ঠান্ডা আবহাওয়া জানান দিচ্ছে চলে আসছে ক্রিসমাস। ক্রিসমাস মানে কেককাটা, পিকনিক, চড়ুইভাতি, বনভোজন। কিংবা কাছেপিঠে…

Avatar

চলে আসছে বড়দিন, আনন্দের সাথে সাথে আবহাওয়াটাও বেশ সায় দিচ্ছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ জায়গায় ঠান্ডা আবহাওয়া জানান দিচ্ছে চলে আসছে ক্রিসমাস। ক্রিসমাস মানে কেককাটা, পিকনিক, চড়ুইভাতি, বনভোজন। কিংবা কাছেপিঠে কোথাও দুই একদিনের জন্য ঘুরে আসা। আর বাচ্চাদের উপরি পাওনা স্যান্টাক্লজ।

২৫ তারিখের আগের দিন ২৪ তারিখ মাঝরাতে আসেন স্যান্টাক্লজ সকল ছোট বাচ্চাদের জন্য উপহার দিয়ে যান। সাদা দাড়ি লাল পোশাক পরা এই মানুষটা ছোটবেলায় প্রত্যেকের কাছেই একটা আনন্দের মানুষ। একটুখানি প্রার্থনা করে রাতে শুতে গেলে এই সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে দেখা যায় সান্তাক্লজের দেওয়া গিফট মাথার ওপরে রাখা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কতটা শক্তিশালী ও কেমন হতে চলেছে KKR এর প্রথম একাদশ

কিন্তু ২৪ তারিখের আগেই কলকাতায় দেখা গেল এক নতুন স্যান্টাক্লজ কে। তবে এই স্যান্টাক্লজ কে সবাই দেখেছেন খেলার মাঠে তিনি আর কেউ না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কলকাতায় দুস্থ বাচ্চাদের হাতে তুলে দিলেন তিনি নানান রকমের উপহার। ভারতীয় দলে অধিনায়কত্বের পাশাপাশি আমরা কোহলিকে দেখলাম এক নতুন অবতারে। এর মধ্যে দিয়ে তার মানসিক উদারতা প্রকাশ পেল সাদা চুল দাড়ি এবং লাল পোশাকে প্রথমে বাচ্চারা কেউ চিনতে না পারলেও পরে চিনতে পেরে কিন্তু সকলে তাকে জড়িয়ে ধরেছিল।

এত ব্যস্ততার মাঝেও তিনি সময় দিলেন এই ছোট ছোট বাচ্চাদের এটা বড়দিনের আগে নিঃসন্দেহে এক উপরি পাওনা। কোহলি জানালেন এই সময়টা বেশ ভালোই কাটলো কারণ মুখে হাসি ফোটানোর থেকে ভালো কিছু আর হতে পারে না বলেই তিনি জানালেন। এবং সকলকে তিনি বড়দিনের শুভেচ্ছা জানালেন এবং সকলের আগামী বছর ভালো কাটুক এমনই তিনি শুভেচ্ছা দিলেন।

About Author