Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ধোনিকে টপকে নতুন কৃতিত্ব মথুরায় পিঙ্ক টেস্ট এ ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে ক্যাপ্টেন কোহলি

মুম্বই: ধোনিকে (Mahendra Singh Dhoni) টপকে কোহলির (Kohli) নতুন কৃতিত্ব। দেশের মাটিতেই ২২টি টেস্ট (Test) জিতলেন ভারত অধিনায়ক। ভেঙে দিলেন পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড। বৃহস্পতিবার (Thursday) মোতেরায় (Motera) ইংল্যান্ডকে…

Avatar

মুম্বই: ধোনিকে (Mahendra Singh Dhoni) টপকে কোহলির (Kohli) নতুন কৃতিত্ব। দেশের মাটিতেই ২২টি টেস্ট (Test) জিতলেন ভারত অধিনায়ক। ভেঙে দিলেন পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড। বৃহস্পতিবার (Thursday) মোতেরায় (Motera) ইংল্যান্ডকে (England) ১০ উইকেটে হারিয়েছে ভারত (India)।

কোহলির নেতৃত্বে দেশের মাটিতে ২৯টি টেস্ট খেলেছে ভারত।তার মধ্যে ২২ টিতেই জয়ী ভারত। ধোনি দলকে ঘরের মাটিতে ৩০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে জেতেন ২১ বার। কোহালি ইতিমধ্যেই টেস্টে ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক হয়ে রয়েছেন। এদিনের জয়ের পর ৫৯টি ম্যাচে দল জিতেছে ৩৫টিতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে কোহলির পর দ্বিতীয়স্থানে ধোনি। তাঁর নেতৃত্বে ৬০টি ম্যাচের মধ্যে ২৭টি জিতেছে ভারত। জয়ের তালিকায় তৃতীয় যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় (২১) এবং মহম্মদ আজহারউদ্দিন (১৪)।

এদিন ভারতের প্রথম ইনিংসেই শেষ হয়ে যায় ১৪৫ রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে ৮১ রানে গুটিয়ে যায় ইংরেজরা। লক্ষ্যমাত্রার ৪৯ রান ৭.৪ ওভারে বিনা উইকেটে তুলে নিয়ে জয়ী হয় ভারত।

About Author