Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

KL Rahul: রাহুলের বিয়েতে ২ কোটির BMW উপহার দিলেন কোহলি!

ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুল সম্প্রতি বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২৩শে জানুয়ারি বলিউড পাড়ায় সংসার বেধেছেন রাহুল। খান্দালায় সুনীল শেঠির বাংলোতে দুজনের বিয়ের…

Avatar

ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুল সম্প্রতি বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২৩শে জানুয়ারি বলিউড পাড়ায় সংসার বেধেছেন রাহুল। খান্দালায় সুনীল শেঠির বাংলোতে দুজনের বিয়ের আসর বসেছিল। বিয়েতে একাধিক বলিউড জগতের অভিনেত্রী এবং অভিনেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রিড়া জগতের স্বনামধন্য খেলোয়াড়রা। ইতিমধ্যে এই জুটি আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, বলিউড অভিনেতা সুনীল শেঠি তার মেয়ের বিয়েতে ৫০ কোটি মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন।

শুধু বলিউড পড়া থেকে নয়, ক্রিকেট জগত থেকেও একাধিক উপহার পেয়েছে সদ্য বিবাহিত এই জুটি। জানা গেছে, ক্রিড়া জগত থেকে একাধিক খেলোয়াড়রা অমূল্য উপহার দিয়েছেন এই জুটিকে। জানা গেছে, কে এল রাহুল এবং আথিয়া শেঠি তাদের বিয়েতে তিনটি বহুমূল্যের গাড়ির পাশাপাশি একটি সুপার বাইক উপহার হিসেবে পেয়েছেন। জেনে নিন, কে এল রাহুলের উপহার পাওয়া তিনটি গাড়ির বিশেষত্ব।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘ভাইজান’ সলমন খান আথিয়াকে ১.৬৪ কোটি টাকার একটি অডি A8L মডেলের গাড়ি উপহার দিয়েছেন। এই গাড়িটি মাত্র ৫.৭ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। এর সর্বোচ্চ গতি ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বিস্ফোরক ব্যাটসম্যান বিরাট কোহলি ২.১৭ কোটি টাকার একটি BMW গাড়ি উপহার দিয়েছেন। জানা গেছে, গাড়িটি একটি BMW 7 সিরিজ। গাড়িটি ৫.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে। পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাহুলকে ৮০,০০,০০০ টাকা মূল্যের একটি কাওয়াসাকি নিনজা বাইক উপহার দিয়েছেন।

About Author