Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dhoni-Kohli: ২২ গজে ফের মিলন মাহি-চিকুর, ধোনির কথা শুনে হেসে লুটিয়ে পড়লেন কোহলি! ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, April 18, 2023 7:11 PM

এভাবেও বন্ধুত্ব ধরে রাখা যায়! খেলার মাঠে তার জ্বলন্ত উদাহরণ দিলেন ভারতের প্রাক্তন দুই অধিনায়ক। গতকাল চেন্নাইয়ের ঘরের মাটিতে বিরোধীদল হিসেবে উপস্থিত ছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আর সেখানে মহেন্দ্র সিং ধোনির সামনে পরাজয় ঘটেছে বিরাট কোহলির। খেলার মাঠে চির প্রতিদ্বন্দ্বী হলেও খেলার শেষে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যকার যে কতটা ভালো সম্পর্ক রয়েছে তা আরও একবার দেখল ক্রিকেট বিশ্ব।

গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে এক রোমাঞ্চকর মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের উত্তেজনা পূর্ণ ম্যাচ। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি দলের পক্ষ থেকেই চার-ছক্কার ফুলঝুরি উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ম্যাচ শেষে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির সাক্ষাৎকার দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিকেটপ্রেমীদের। খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনির সাথে সাক্ষাৎ করেন বিরাট কোহলি।

দুই কিংবদন্তির সাক্ষাতের সেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে মহেন্দ্র সিং ধোনির সাথে কথোপকথনে ব্যস্ত থাকতে দেখা গেছে বিরাট কোহলিকে। ভিডিওতে দেখা গেছে, মহেন্দ্র সিং ধোনির কথা শুনে হেসে গড়িয়ে পড়ছেন বিরাট কোহলি। দুই কিংবদন্তির মিলনের এই ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ইতিমধ্যে লক্ষাধিক ভিউয়ের পাশাপাশি হাজার হাজার কমেন্ট অর্জন করে নিয়েছে। একজন নেট ব্যবহারকারী লিখেছেন,’যে যেমন বিরাট কোহলি তার সাথে ঠিক তেমন ব্যবহার করেন। ব্যবহার ফিরিয়ে দিতে বিরাটের জুড়ি মেলা ভার।’


আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালোর। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে চেন্নাই সুপার কিংস। বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই তারকা ক্রিকেটার বিরাট কোহলির উইকেট হারায় ব্যাঙ্গালোর। ডুপ্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে দুর্দান্ত ইনিংসের সুবাদে জয়ের খুব কাছে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। তবে মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্কে আটকা পড়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রানে শেষ হয় বিরাট কোহলিদের ইনিংস।