বিনোদন জগতের এখন প্রধান তারা সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলের হাতে মোবাইল ফোন চলে আসায় এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে। তাই তো গোটা বিশ্বে জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। বর্তমানে ট্রেন্ড হয়েছে কোনো কিছু ঘটনা ঘটলেই তা ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। আসলে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বা ছবি পোস্ট করলে তা নেটিজেনরা লাইক ও কমেন্ট করেন। যার ফলে ওই পোস্ট ভাইরাল হয়ে যেতে পারে।
বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। কোনো কোনো ভিডিওতে থাকে কারুর নাচ, গান তো কোনো ভিডিওতে থাকে অবাক করা ঘটনার কিছু মুহূর্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যা অবাক করে দিয়েছে গোটা ইন্টারনেট দুনিয়াকে। মোটামুটি সকলেই ওই ভাইরাল ভিডিওটি ইতিমধ্যে অবশ্যই দেখে নিয়েছেন। অসাধারণ স্টাইলে নাচ দিয়ে সবার নজর কেড়েছিলেন পাকিস্তানি তরুণী আয়েশা। আয়েশা বলিউডের গান ‘মেরা দিল ইয়ে পুকারে’-তে তার দুর্দান্ত নাচের পারফরম্যান্স দিয়ে সবাইকে পাগল করে তুলেছে। এর পরে আবারও কিছু পাকিস্তানি মেয়ের দুষ্টু মিষ্টি কীর্তিকলাপের ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে।
নতুন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি মেয়ে মজার মুডে গান গাইছে। মেয়েটি গান গেয়ে বলছে, ‘আমাদের ছলনায় কখনো এসো না।’ আবার অন্য একটি মেয়ে পিছনে পাকিস্তানের পতাকা নিয়ে ‘মেরা ওয়াতান’ গানটি গুনগুন করে গাইছে। তাদের এই দুষ্টু মিষ্টি কীর্তিকলাপের ভিডিও দেখে অবশ্যই আপনার মুখে হাসি ফুটবে। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করেছেন নরেন্দ্র সিং নামক এক ব্যবহারকারী। ভিডিওটি বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।
दिल संभाल कर बैठना…#TrendingNow pic.twitter.com/Fg0wQ5eAHO
— Narendra Singh (@NarendraNeer007) December 2, 2022














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement