Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video : হুবহু রবিনা, ‘টিপ টিপ বর্ষা পানি’ গানে নেচে ঝড় তুলল সুন্দরী যুবতী, দেখলেই কারেন্ট লাগবে গায়ে

Tip Tip Barsa Paani আজও যেকোনো পুরুষ মনে ঝড় তুলতে পারে। শুধু পুরুষ নয়, মেয়েরাও নিজেদের সেক্স অ্যাপিল জাহির করার জন্য এই গান আর পাতলা ফিনফিনে শাড়ি বেছে নেন। কারণ,…

Avatar

Tip Tip Barsa Paani আজও যেকোনো পুরুষ মনে ঝড় তুলতে পারে। শুধু পুরুষ নয়, মেয়েরাও নিজেদের সেক্স অ্যাপিল জাহির করার জন্য এই গান আর পাতলা ফিনফিনে শাড়ি বেছে নেন। কারণ, Mohra ছবিতে রবিনা পারফর্ম করেছিলেন খোলা চুল আর হলুদ শাড়িতে। মেয়েরা অভিনেত্রীকে অনুকরণ করে নিজেদের মেলে ধরে সোশ্যাল মিডিয়ার খাচায়।

মানুষ ভাইরাল হওয়ার চক্করে কি না করে না। কেউ হাসাচ্ছে তো কেউ নাচ গান করে এন্টারটেইনমেন্ট করে চলেছে। সেরকমই এক যুবতী সম্প্রতি Tip Tip Barsa Paani গানের সঙ্গে নেচে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মেয়েটি একেবারে হুবহু রবিনার মত সেজেছিলেন। পরনে তার হলুদ ফিনফিনে শাড়ি, ছিপছিপে কোমর আর খোলা চুল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Mohra ছবির গান Tip Tip Barsa Paani আজও হিট। যে কেউ নেচে নিচ্ছেন এই গানের সঙ্গে। কেউ নাচ করছেন লাল শাড়ি তো কেউ ধূসর শাড়িতে। তবে, রবিনা টন্ডনকে মাত দেওয়া সহজ নয়। এখনও Tip Tip Barsa Paani গানে তৈরি হচ্ছে ইনস্টাগ্রাম রিল, হচ্ছে রিমেক।

এদিকে, ভাইরাল হওয়া যুবতীর নাচের প্রশংসা করেছেন অনেকে। অনেকের কাছে এই ভিডিও পৌঁছেছে। ফলে দ্রুত ভাইরাল হয়েছে ভিডিওটি। দেখুন ভাইরাল হয় যুবতীর হট পারফরম্যান্স।

About Author