Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: সিংহের সঙ্গে লড়াই করে নিজের বন্ধুকে বাঁচিয়ে আনল এক মহিষ, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই শিকারের ভিডিও অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। এই ধরনের শিকারের ভিডিওর মাঝখানে অবশ্যই সবথেকে জনপ্রিয় হলো সিংহের শিকার এর ভিডিও। সিংহের মত প্রাণী যখন তার শিকারের উদ্দেশ্যে ধাওয়া…

Avatar

সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই শিকারের ভিডিও অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। এই ধরনের শিকারের ভিডিওর মাঝখানে অবশ্যই সবথেকে জনপ্রিয় হলো সিংহের শিকার এর ভিডিও। সিংহের মত প্রাণী যখন তার শিকারের উদ্দেশ্যে ধাওয়া করে সেই সময় শুধুমাত্র সেই প্রাণীটির দিকে নজর রাখে সে। সম্প্রতি এ রকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তবে এখানে সিংহের শিকার এর থেকেও উল্লেখযোগ্য বিষয়টি হলো একটি মহিষের উপস্থিত বুদ্ধি এবং তার বন্ধুত্ব প্রীতি।

একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটি মহিষ একসাথে একই রাস্তা দিয়ে চলেছে। কিন্তু হঠাৎ করেই তাদের রাস্তায় চলে আসে এটি সিংহ। কিন্তু একটি মহিষ সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে ওই সিংহের মোকাবিলা করে। অসম প্রতিযোগিতা হলেও ওই মহিষ নিজের প্রবল ক্ষমতার জোরে নিজের বন্ধু মহিষটিকে বাঁচিয়ে ফেলে সিংহের হাত থেকে। সিংহ যখন তার দিকে আক্রমণ করতে আসে তখন সেই বন্ধু মহিষ তার পায়ের লাথিতে দূরে সরিয়ে দেয় ওই সিংহকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তারপরে তার মাথার শিং দিয়ে ওই সিংহের উপর আক্রমণ করে ওই মহিষ। মহিষের এই আক্রমণে একেবারে আক্রান্ত হয় ওই সিংহ এবং সেখান থেকে বেরিয়ে যায়। ভিডিওতে প্রথমে আমরা দেখতে পাই একটি মহিষ এর উপর একটি সিংহ আক্রমণ করে তাকে যখম করে ফেলে। তারপর সেই সিংহের মোকাবিলা করে তার বন্ধুকে সিংহের হাত থেকে বাঁচিয়ে আনে ওই মহিষ।

নেটিজেনদের কাছে এই ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে এবং ওই বন্ধু মহিষের বন্ধুত্ব প্রীতি দেখে সকলেই আপ্লুত। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় এবং প্রায় লক্ষাধিক মানুষ এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। ওয়াইন অ্যানিমেল চ্যানেল থেকে ইনস্টাগ্রামে এই ভিডিও আপলোড করা হয়েছে যা নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। চলুন আরো একবার দেখে নেওয়া যাক সেই ভিডিওটি।

About Author