Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিদ্যা বালানের বদলে ‘উ লা লা’ করবেন এই অভিনেত্রী, সাহসী কাজ করে আতঙ্ক তৈরি করবেন

বিদ্যা বালন টালিউডের পাশাপাশি বলিউডের অন্যতম প্রথম সারির দক্ষ অভিনেত্রী। তার অভিনীত যেকোনো ছবিই বক্সঅফিসে হিট, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে এই অভিনেত্রীর জীবনের অন্যতম মোর ঘোরানো…

Avatar

বিদ্যা বালন টালিউডের পাশাপাশি বলিউডের অন্যতম প্রথম সারির দক্ষ অভিনেত্রী। তার অভিনীত যেকোনো ছবিই বক্সঅফিসে হিট, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে এই অভিনেত্রীর জীবনের অন্যতম মোর ঘোরানো ছবি হলো ‘ডার্টি পিকচার’। সম্প্রতি শোনা গিয়েছে একতা কাপুর নিজের এই ছবির সিকুয়াল খুব শীঘ্রই বানাতে চলেছেন। ১১ বছর পর এই ছবির সিকুয়াল আসতে চলেছে, আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়েছে দর্শকদের মাঝে।এই ছবি মুক্তি পাওয়ার ১১ বছর পর এর সিকুয়াল আসতে চলেছে। আর এই খবর শুনে বিদ্যা বালনের ভক্তদের একাংশ ইতিমধ্যেই উচ্ছ্বসিত হয়েছেন। অনেকদিন ধরে এই ছবির সিকুয়াল নিয়ে প্ল্যান করছিলেন একতা কাপুর, এই মুহূর্তে শোনা গিয়েছে সেই ছবির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এই সিকুয়ালে দেখা মিলবে না বিদ্যা বালনের, যা শুনে কিছুটা মনঃক্ষুন্ন হয়েছেন অভিনেত্রী ভক্তরা। খবর মিলেছে, অভিনেত্রীর বদলে থাকবেন অন্য অভিনেত্রী। তবে এখনো এই ছবি নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি মিডিয়ার সামনে।জানা গেছে, এই ছবির সিকুয়ালে তাপসী পান্নু অথবা কৃতি স্যাননকে দেখা যেতে পারে। তবে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে সবটা জানা যায়নি। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন সিনেমাপ্রেমীরাও। এখনো বিদ্যা বালনের অভিনয় জীবন নিয়ে কথা বলতে গেলে ‘ডার্টি পিকচার’এর কথা আসবেই। এটি তার জীবনে অন্যতম সফল একটি ছবি। বক্সঅফিসেও সেইসময় অর্থাৎ ২০১১ সালে এই ছবি দুর্দান্ত ব্যবসা করেছিল। তবে আসন্ন এই ছবির সিকুয়ালের কথা প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবি কতটা প্রভাব ফেলতে পারে দর্শকমহলে! সেটার অপেক্ষাতেই রয়েছেন অধিকাংশ দর্শকরা।
About Author