Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নাচের অজুহাতে সারা আলি খানকে ভুল জায়গায় স্পর্শ করলেন ভিকি কৌশল, oops moments এর শিকার অভিনেত্রী

সাইফকন্যা সারা আলি খান বলিউডের অন্যতম উঠতি অভিনেত্রীদের মধ্যে একজন। সেলেব কিড হিসাবে ছোট থেকেই বেশ জনপ্রিয় তিনি। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা। বাবা-মায়ের মতই অভিনয়কে কেরিয়ার…

Avatar

সাইফকন্যা সারা আলি খান বলিউডের অন্যতম উঠতি অভিনেত্রীদের মধ্যে একজন। সেলেব কিড হিসাবে ছোট থেকেই বেশ জনপ্রিয় তিনি। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা। বাবা-মায়ের মতই অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন সারা। ইতিমধ্যেই একাধিক হিট ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। কোনো না কোনো কারণে মিডিয়াতে চর্চায় থাকেন অভিনেত্রী।

অন্যদিকে ভিকি কৌশল ২০১৫ সালে ‘মাসান’ ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন। বর্তমানে তিনি অগণিত মহিলাদের ক্রাশ। এই মুহূর্তে হিন্দি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা তিনি। এই মুহূর্তে নিজের নতুন ছবি ‘যারা হাটকে যারা বাঁচকে’ নিয়েই ব্যস্ত অভিনেতা। এই ছবিতে সারা আলি খানের বিপরীতেই দেখা গিয়েছিল অভিনেতাকে। ছবির পাশাপাশি তার প্রতিটি গানও দর্শকদের মন কেড়ে নিয়েছে শুরু থেকেই। এই মুহূর্তে নিজেদের ছবির একটি গানের সূত্র ধরেই একাংশের মাঝে কটাক্ষের মুখে এই অন্তস্ক্রিন জুটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইউটিউবের ‘পিআর বলিউড’ নামের ইউটিউব চ্যানেল থেকেই সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ‘যারা হাটকে যারা বাঁচকে’র অন্যতম হিট গান ‘বেবি তুঝে পাপ লাগে গা’র মহড়াতেই ব্যস্ত থাকতে দেখা গিয়েছে ভিকি-সারাকে। ঝলকে একেবারেই ক্যাজুয়াল পোশাকে ছিলেন এই অনস্ক্রিন জুটি। অভিনেতার হাঁটুর উপর গোলাপি শর্টসে বসেই গানের সিগনেচার স্টেপের অনুশীলন করছিলেন তারা। আর এই ঝলকই ভক্তমহলের একাংশের পছন্দ হয়নি। তাদেরই একাংশ ভিকি কৌশল ও সারা আলি খানকে কটাক্ষের তীরে বিদ্ধ করেছেন নানাভাবে। সেই ঝলক অবশ্য নেটদুনিয়াতেই মিলবে। অবশ্য এই প্রসঙ্গ কোনভাবেই বিব্রত করেনি এই দুই বলি তারকাকে। প্রতিক্রিয়াও মেলেনি তাদের কাছ থেকে। বলিউডের প্রথম সারির তারকা হিসাবে এমন ধরনের ঘটনার সাথে রীতিমতো অভ্যস্ত তারা। সেকথা অবশ্য আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

About Author