Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুলের ধারে বান্ধবীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে বরুণ ধাওয়ান, দেখুন সেই ছবি

বলিউডের জনপ্রিয় তারকারা সব সময়েই থাকেন প্রচারে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে ধরা দিতেও বেশ উৎসাহী তাঁরা। তেমনই একজন জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। বেশ কিছু হিট ছবি করে বিনোদনপ্রেমী নেটিজেনদের…

Avatar

বলিউডের জনপ্রিয় তারকারা সব সময়েই থাকেন প্রচারে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে ধরা দিতেও বেশ উৎসাহী তাঁরা। তেমনই একজন জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। বেশ কিছু হিট ছবি করে বিনোদনপ্রেমী নেটিজেনদের কাছে রীতিমত চোখের মণি তিনি। ইতিমধ্যে বহুল চর্চিত বরুণের বান্ধবী নাতাশাও।

নাতাশা ব্যক্তিগত ভাবে একজন ফ্যাশন ডিজাইনার। নিউ ইয়র্ক থেকে ফ্যাশন নিয়ে পড়াশোনা করে এসে বর্তমানে নিজেই করেছেন ব্যক্তিগত ডিজাইন হাউস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নাতাশার সঙ্গে বহুবার ভাইরাল হতে দেখা গেছে বরুণকে। অল্পদিনের মধ্যেই এই নতুন জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তারকা লাভ কাপলদের তালিকায়। এবার দুজনের একটি ছবি ভাইরাল হল ইনস্টাগ্রামে। রাতে সুইমিং পুলে অন্তরঙ্গ ভাবে ছবি তুলতে দেখা গেছে বরুণ-নাতাশাকে। নাতাশা ছাই বর্ণের পাতলা একটি শর্ট গাউন পড়েছেন, অন্যদিকে বরুণকে দেখা যাচ্ছে কমলা সুইম শ্যুটে।

ছবিটিতে ঘন্টাখানেকের মধ্যেই এক লক্ষের বেশি লাভ রিয়্যাক্ট পড়েছে। নেটিজেনদের মন জিতে নিয়েছেন এই নব্য তারকা-জোড়ি।

 

View this post on Instagram

 

Varun with gf Natasha ? Kaisi lagti hai yeh jodi aapko?

A post shared by F I L M Y G Y A N (@filmygyan) on

About Author