Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Urfi Javed: উরফি জাভেদের ড্রেসিং সেন্স দেখে ভক্তরা উরে গেলেন, কালো বিকিনিতে এভাবে তোলপাড় সৃষ্টি করেছেন

সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মনের ইচ্ছা পূরণ করতে ওস্তাদ উরফি জাভেদ (Uorfi Javed)। একটা সময় হিন্দি ধারাবাহিক করতে থাকা মেয়ে চলে যায় সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শো বিগ বস…

Avatar

সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মনের ইচ্ছা পূরণ করতে ওস্তাদ উরফি জাভেদ (Uorfi Javed)। একটা সময় হিন্দি ধারাবাহিক করতে থাকা মেয়ে চলে যায় সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শো বিগ বস এর ঘরে। জিতে ফিরে না এলেও, এসেই মুম্বাই কাঁপাতে থাকেন উড়ফি। মুম্বাইয়ের পথে পথে ঘুরে নিজের ফ্যাশন স্টেটমেন্ট তুলে ধরতেন। সেইসময় চলতো নিন্দার ঝড়। কেউ কেউ উরফি’কে বয়কট করতে চাইলো, তো কেউ কেউ তাকে পাগল অশ্লীল বলতেও থামেনি। কিন্তু, অভিনেত্রী কারোর কথা শোনার বান্দা নন, নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই একের পর এক অদ্ভুত পোশাকে নিজেকে মেলে ধরেছেন।

উরফি কখনো পোশাক তৈরি করেছেন প্ল্যাস্টিক দিয়ে তো কখনো কাঁচ তো কখনো বাচ্চাদের খেলনা দিয়ে। নিজেকে অদ্ভুত ভাবে মেলে ধরতেই পছন্দ করতে ভালোবাসেন, আর ঠিক এই কারণে বহুবার তার দিকে আঙুল উঠেছে। কিন্তু, কোনো কিছুকেই যেন তিনি পাত্তা দেন না। তার সাহস ও ফ্যাশনের কদর করেছেন খোদ করিনা কাপুরও। কিছুদিন আগেও বাব্‌লগামের টপ বানিয়ে প্রশংসা ছিনিয়ে নেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবারে উরফি এলেন একটা ব্ল্যাক বিকিনিতে।কালো রঙের পুঁতি বসানো বিকিনিতে তাঁকে উত্তেজনায় ভরপুর দেখাচ্ছে। কিন্তু, অভিনেত্রী কি মেজাজ হারিয়েছেন? কারণ, তার ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে ‘ফ*ক অফ’। এমনিতেই শহর পুড়ছে গ্রীষ্মের তাপপ্রবাহে। মানুষ দিন গুনছে কবে বর্ষা আসবে। কিন্তু, উরফি র এমন বিকিনি বোল্ড ছবি দেখলে ঘাম আরও বেশি ঝড়বে। তাই, সমালোচনা বা নিন্দা যাই উড়ে আসুক না কেন উরফি তার সাহসের কমতি রাখেন না।

উল্লেখ্য, যত দিন যাচ্ছে উরফি আর ফ্যাশন সমার্থক হয়ে উঠছে। তার নিত্য নতুন ফ্যাশন স্টাইল দেখে নেট জনতার চক্ষু চড়কগাছ। এভাবেও ফ্যাশন করা যায়! নেই কোনো র‌্যাম্প, নেই বিচারক, নেই কোনো ফ্যাশন ডিজাইনার। অথচ, উরফি এখন ভাইরাল লেডি। তিনি যেই ড্রেস পরছেন তাতেই সকলের নজর কাড়ছেন।

About Author